বিগ বাজেটের গণেশ পুজো, থিমের ছড়াছড়ি! মন ভরে গণপতি দর্শন করতে চলে আসুন মেদিনীপুরের 'এই' এলাকায়

Last Updated:
Ganesh Puja in Daspur: পুজোর দিন সকাল থেকেই গণেশ পুজোর মণ্ডপে উপচে পড়ে ভক্ত ও উৎসুক দর্শকদের ভিড়
1/6
পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমানঃ গণেশ চতুর্থী উপলক্ষে সারা রাজ্যের মতোই পশ্চিম মেদিনীপুর জেলাতেও জাঁকজমকপূর্ণ আয়োজন দেখা যাচ্ছে। গ্রাম থেকে শহর- সর্বত্রই উৎসবের আবহ তৈরি হয়েছে। শোভাযাত্রার মধ্য দিয়ে মণ্ডপের পথে গণেশ প্রতিমা নিয়ে আসার মুহূর্তে চারপাশে সৃষ্টি হয় উৎসবের রঙিন পরিবেশ।
<strong>পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমানঃ</strong> গণেশ চতুর্থী উপলক্ষে সারা রাজ্যের মতোই পশ্চিম মেদিনীপুর জেলাতেও জাঁকজমকপূর্ণ আয়োজন দেখা যাচ্ছে। গ্রাম থেকে শহর- সর্বত্রই উৎসবের আবহ তৈরি হয়েছে। শোভাযাত্রার মধ্য দিয়ে মণ্ডপের পথে গণেশ প্রতিমা নিয়ে আসার মুহূর্তে চারপাশে সৃষ্টি হয় উৎসবের রঙিন পরিবেশ।
advertisement
2/6
পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকা বরাবরই বিগ বাজেটের গণেশ পুজোর জন্য খ্যাত। প্রতিমার শৈল্পিকতা, মণ্ডপের সাজসজ্জা ও আলোকসজ্জা দর্শকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। উদ্যোক্তারা নানা থিমের মাধ্যমে পুজোকে আরও আকর্ষণীয় করার চেষ্টা করে থাকেন। (ছবি ও তথ্যঃ মিজানুর রহমান)
পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকা বরাবরই বিগ বাজেটের গণেশ পুজোর জন্য খ্যাত। প্রতিমার শৈল্পিকতা, মণ্ডপের সাজসজ্জা ও আলোকসজ্জা দর্শকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। উদ্যোক্তারা নানা থিমের মাধ্যমে পুজোকে আরও আকর্ষণীয় করার চেষ্টা করে থাকেন। (ছবি ও তথ্যঃ মিজানুর রহমান)
advertisement
3/6
শোভাযাত্রার মাধ্যমে গণেশ প্রতিমাকে মণ্ডপে বরণ করে আনা হয়। বাদ্য-বাজনা, ঢাক-ঢোল, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত হয় দাসপুরের রাস্তাঘাট। প্রতিমা আসার পথে হাজারও মানুষ ভিড় জমিয়ে দাঁড়িয়ে থাকেন। ধূপ-ধুনোর গন্ধ ও ভক্তিমূলক পরিবেশে মেতে ওঠে গোটা এলাকা। (ছবি ও তথ্যঃ মিজানুর রহমান)
শোভাযাত্রার মাধ্যমে গণেশ প্রতিমাকে মণ্ডপে বরণ করে আনা হয়। বাদ্য-বাজনা, ঢাক-ঢোল, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত হয় দাসপুরের রাস্তাঘাট। প্রতিমা আসার পথে হাজারও মানুষ ভিড় জমিয়ে দাঁড়িয়ে থাকেন। ধূপ-ধুনোর গন্ধ ও ভক্তিমূলক পরিবেশে মেতে ওঠে গোটা এলাকা। (ছবি ও তথ্যঃ মিজানুর রহমান)
advertisement
4/6
পুজোর দিন সকাল থেকেই ভক্ত ও উৎসুক দর্শকদের ভিড় উপচে পড়ে মণ্ডপে। নারী, পুরুষ, শিশু সবার মধ্যেই থাকে আনন্দ। পুজোর মণ্ডপে রোজ হাজারও মানুষের ভিড় সামলাতে কার্যত হিমশিম খেতে হয় আয়োজকদের। (ছবি ও তথ্যঃ মিজানুর রহমান)
পুজোর দিন সকাল থেকেই ভক্ত ও উৎসুক দর্শকদের ভিড় উপচে পড়ে মণ্ডপে। নারী, পুরুষ, শিশু সবার মধ্যেই থাকে আনন্দ। পুজোর মণ্ডপে রোজ হাজারও মানুষের ভিড় সামলাতে কার্যত হিমশিম খেতে হয় আয়োজকদের। (ছবি ও তথ্যঃ মিজানুর রহমান)
advertisement
5/6
স্থানীয় বাসিন্দা সোনজিত কদমা জানান, 'গণেশ পূজোর ক'টা দিন গোটা এলাকা আনন্দে ভরে ওঠে। মানুষজন কাজের ফাঁকে, দুশ্চিন্তার মাঝেও কয়েকটা দিন নির্ভেজাল আনন্দে কাটায়'। এভাবেই পুজো ঘিরে তৈরি হয় সামাজিক মিলনমেলা ও ভ্রাতৃত্বের পরিবেশ। (ছবি ও তথ্যঃ মিজানুর রহমান)
স্থানীয় বাসিন্দা সোনজিত কদমা জানান, 'গণেশ পূজোর ক'টা দিন গোটা এলাকা আনন্দে ভরে ওঠে। মানুষজন কাজের ফাঁকে, দুশ্চিন্তার মাঝেও কয়েকটা দিন নির্ভেজাল আনন্দে কাটায়'। এভাবেই পুজো ঘিরে তৈরি হয় সামাজিক মিলনমেলা ও ভ্রাতৃত্বের পরিবেশ। (ছবি ও তথ্যঃ মিজানুর রহমান)
advertisement
6/6
ভিড় সামলাতে ও শৃঙ্খলা বজায় রাখতে মণ্ডপে পুলিশ মোতায়েন থাকে। ফলে সাধারণ মানুষ নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে পুজো দর্শন করতে পারেন। আয়োজকদের তরফে ভিড় নিয়ন্ত্রণে যথেষ্ট সতর্কতা নেওয়া হয় যাতে কোনও দুর্ঘটনা না ঘটে। (ছবি ও তথ্যঃ মিজানুর রহমান)
ভিড় সামলাতে ও শৃঙ্খলা বজায় রাখতে মণ্ডপে পুলিশ মোতায়েন থাকে। ফলে সাধারণ মানুষ নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে পুজো দর্শন করতে পারেন। আয়োজকদের তরফে ভিড় নিয়ন্ত্রণে যথেষ্ট সতর্কতা নেওয়া হয় যাতে কোনও দুর্ঘটনা না ঘটে। (ছবি ও তথ্যঃ মিজানুর রহমান)
advertisement
advertisement
advertisement