বাংলাদেশ থেকে উড়ে এল বেলুন ! আতঙ্ক কাঁকিনাড়ার এই এলাকায়

Last Updated:
দোকানে কয়েকজন বসেছিলেন ৷ হঠাৎই তাঁদের সামনে এসে পড়ল এই বেলুনগুলি আর তার তলায় ছিল একটা ফেস্টুন ৷ তাতেই জল্পনা ছড়াল ৷
1/5
ভাটপাড়া পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডে মাদ্রাল দিঘির পাড় ৷ ওখানেই একটি দোকানে কয়েকজন বসেছিলেন ৷ হঠাৎই তাঁদের সামনে এসে পড়ল এই বেলুনগুলি আর তার তলায় ছিল একটা ফেস্টুন ৷ তাতেই জল্পনা ছড়াল ৷
ভাটপাড়া পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডে মাদ্রাল দিঘির পাড় ৷ ওখানেই একটি দোকানে কয়েকজন বসেছিলেন ৷ হঠাৎই তাঁদের সামনে এসে পড়ল এই বেলুনগুলি আর তার তলায় ছিল একটা ফেস্টুন ৷ তাতেই জল্পনা ছড়াল ৷
advertisement
2/5
‘আমার চোখে জুলাই বিপ্লব। জুলাই গণঅভ্যুত্থান স্মরণে অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতা শুভ উদ্বোধন জেলা পরিষদ, যশোর।’ এমনটাই লেখা ছিল সেখানে ৷
‘আমার চোখে জুলাই বিপ্লব। জুলাই গণঅভ্যুত্থান স্মরণে অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতা শুভ উদ্বোধন জেলা পরিষদ, যশোর।’ এমনটাই লেখা ছিল সেখানে ৷
advertisement
3/5
ওই বেলুনের তলায় লেখা এরকমই একটা ফেস্টুন উড়ে এল। আর সেটা হাতে পেয়ে আতঙ্কিত এলাকার বাসিন্দারা ৷
ওই বেলুনের তলায় লেখা এরকমই একটা ফেস্টুন উড়ে এল। আর সেটা হাতে পেয়ে আতঙ্কিত এলাকার বাসিন্দারা ৷
advertisement
4/5
মাদ্রাল দিঘির পার যশোর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে হবে ৷ সেখানে কীভাবে উড়ে এল এই গ্যাস বেলুন। গ্যাস বেলুনের মধ্যে অন্য কোনও কিছু নেই তো ? প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা।
মাদ্রাল দিঘির পার যশোর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে হবে ৷ সেখানে কীভাবে উড়ে এল এই গ্যাস বেলুন। গ্যাস বেলুনের মধ্যে অন্য কোনও কিছু নেই তো ? প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা।
advertisement
5/5
বেলুনগুলি কাঁকিনাড়ায় কীভাবে পৌঁছল? ফেস্টুনে বাংলাদেশের কোনও রাজনৈতিক বা সাংস্কৃতিক বার্তার উল্লেখ থাকায় বিষয়টি আরও সংবেদনশীল হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসী একাংশের আশঙ্কা,বর্তমানে নিরাপত্তার দিক বিবেচনা করে স্থানীয় সীমান্তবর্তী এলাকায় কীভাবে এমন ঘটনা ঘটল ৷ তার জেরেই এখন উত্তেজনা ছড়িয়েছে ৷
বেলুনগুলি কাঁকিনাড়ায় কীভাবে পৌঁছল? ফেস্টুনে বাংলাদেশের কোনও রাজনৈতিক বা সাংস্কৃতিক বার্তার উল্লেখ থাকায় বিষয়টি আরও সংবেদনশীল হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসী একাংশের আশঙ্কা,বর্তমানে নিরাপত্তার দিক বিবেচনা করে স্থানীয় সীমান্তবর্তী এলাকায় কীভাবে এমন ঘটনা ঘটল ৷ তার জেরেই এখন উত্তেজনা ছড়িয়েছে ৷
advertisement
advertisement
advertisement