Murshidabad News: বিরাট জাগ্রত, এটাই শক্তি সাধনার সেরা জায়গা...! কোথায় রয়েছে এই প্রাচীন মহাপীঠ, ছুটিতে অবশ্যই একবার হলেও যান

Last Updated:
Murshidabad News: দুর্গাপুজোর ছুটিতে একদিনের জন্য এই কীরিটেশ্বরী-সহ গ্রামের একাধিক মন্দির দর্শন করুন। ঘুরে দেখুন প্রাচীন মন্দিরের ইতিহাস।
1/7
নবগ্রাম, তন্ময় মন্ডল :মুর্শিদাবাদের সঙ্গে জড়িয়ে প্রাচীন বাংলার নবাবি আমলের ইতিহাস। ছুটি কাটাতে এবং ইতিহাসকে জানতে অনেকেই বেড়াতে যান মুর্শিদাবাদে। ঘুরে দেখেন হাজারদুয়ারি প্রাসাদ, কাঠগোলা বাগানবাড়ি, কাশিমবাজার রাজবাড়ি ইত্যাদি। তবে, এবার মুর্শিদাবাদ গেলে অবশ্যই ঘুরে আসুন কিরীটেশ্ব‌রী গ্রাম থেকে।
নবগ্রাম, তন্ময় মন্ডল : মুর্শিদাবাদের সঙ্গে জড়িয়ে প্রাচীন বাংলার নবাবি আমলের ইতিহাস। ছুটি কাটাতে এবং ইতিহাসকে জানতে অনেকেই বেড়াতে যান মুর্শিদাবাদে। ঘুরে দেখেন হাজারদুয়ারি প্রাসাদ, কাঠগোলা বাগানবাড়ি, কাশিমবাজার রাজবাড়ি ইত্যাদি। তবে, এবার মুর্শিদাবাদ গেলে অবশ্যই ঘুরে আসুন কিরীটেশ্ব‌রী গ্রাম থেকে।
advertisement
2/7
ভাগীরথীর পশ্চিম পারে মন্দির অধ্যুষিত গ্রাম কিরীটেশ্ব‌রী। যদিও গ্রামের নাম কিরীটকণা। ধর্মীয় বিশ্বাস অনুসারে, দক্ষযজ্ঞে সতীর মুকুট এই গ্রামে পতিত হয়েছে। তাই অনেকের কাছে ‘মুকুটেশ্বরী’ গ্রাম নামেও পরিচিত।
ভাগীরথীর পশ্চিম পারে মন্দির অধ্যুষিত গ্রাম কিরীটেশ্ব‌রী। যদিও গ্রামের নাম কিরীটকণা। ধর্মীয় বিশ্বাস অনুসারে, দক্ষযজ্ঞে সতীর মুকুট এই গ্রামে পতিত হয়েছে। তাই অনেকের কাছে ‘মুকুটেশ্বরী’ গ্রাম নামেও পরিচিত।
advertisement
3/7
যদিও এই স্থান শাক্ত সাধনার জায়গা। প্রাচীন মহাপীঠ নামে বেশ জাগ্রত। গ্রামের উভয় সম্প্রদায়ের বাসিন্দাদের সহযোগিতায় এই হিন্দু ধর্মের শক্তিপীঠের রক্ষণাবেক্ষণ হয়।
যদিও এই স্থান শক্তি সাধনার জায়গা। প্রাচীন মহাপীঠ নামে বেশ জাগ্রত। গ্রামের উভয় সম্প্রদায়ের বাসিন্দাদের সহযোগিতায় এই হিন্দু ধর্মের শক্তিপীঠের রক্ষণাবেক্ষণ হয়।
advertisement
4/7
কিরীটেশ্ব‌রী গ্রামে অনেক ছোট ছোট মন্দির রয়েছে। রয়েছে অনেকগুলো শিব মন্দিরও। দেবীর কিরীট যেখানে রাখা আছে, সেই জায়গাটির নাম গুপ্তমঠ। মন্দিরের কাছে অবস্থিত হলেও আপনাকে গ্রামের মধ্যে দিয়ে গুপ্তমঠে পৌঁছাতে হবে।
কিরীটেশ্ব‌রী গ্রামে অনেক ছোট ছোট মন্দির রয়েছে। রয়েছে অনেকগুলো শিব মন্দিরও। দেবীর কিরীট যেখানে রাখা আছে, সেই জায়গাটির নাম গুপ্তমঠ। মন্দিরের কাছে অবস্থিত হলেও আপনাকে গ্রামের মধ্যে দিয়ে গুপ্তমঠে পৌঁছাতে হবে।
advertisement
5/7
এই জায়গাটি গ্রামের উত্তর-পূর্ব দিকে অবস্থিত। কিরীটেশ্ব‌রী মন্দিরের বিশেষত্ব হল, এখানে দেবীর কোনও মূর্তি বা ছবি পূজিত হয় না। লাল রঙের একটি শিলামূর্তি রয়েছে, সেটাই পুজিত হয়।
এই জায়গাটি গ্রামের উত্তর-পূর্ব দিকে অবস্থিত। কিরীটেশ্ব‌রী মন্দিরের বিশেষত্ব হল, এখানে দেবীর কোনও মূর্তি বা ছবি পূজিত হয় না। লাল রঙের একটি শিলামূর্তি রয়েছে, সেটাই পুজিত হয়।
advertisement
6/7
এছাড়া শোনা যায়, এখানে ভৈরবরূপে দেবীর যে মূর্তি পুজো করা হয়, সেটা একটি প্রাচীন বৌদ্ধমূর্তি। তাই এটি ‘ধ্যান বৌদ্ধমূর্তি’ নামেও পরিচিত।
এছাড়া শোনা যায়, এখানে ভৈরবরূপে দেবীর যে মূর্তি পুজো করা হয়, সেটা একটি প্রাচীন বৌদ্ধমূর্তি। তাই এটি ‘ধ্যান বৌদ্ধমূর্তি’ নামেও পরিচিত।
advertisement
7/7
দুর্গাপুজোর ছুটিতে একদিনের জন্য এই কীরিটেশ্বরী সহ গ্রামের একাধিক মন্দির দর্শন করুন। ঘুরে দেখুন প্রাচীন মন্দির সহ ইতিহাস।
দুর্গাপুজোর ছুটিতে একদিনের জন্য এই কীরিটেশ্বরী-সহ গ্রামের একাধিক মন্দির দর্শন করুন। ঘুরে দেখুন প্রাচীন মন্দিরের ইতিহাস।
advertisement
advertisement
advertisement