Road Closed: সড়কপথে উত্তরবঙ্গ ‌যাওয়ার টিকিট কেটেছেন? বন্ধ থাকছে যোগাযোগকারী 'এই' সেতু, ব্যাপক সমস্যা পড়তে পারেন

Last Updated:
Kolkata to North Bengal bound Road Closed: আপনি কি সরস্বতী পুজোর ছুটিতে উত্তরবঙ্গ যাওয়ার কথা ভাবছেন। মুর্শিদাবাদ জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু রক্ষণাবেক্ষণের কারণে ১২ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
1/6
*আপনি কি সরস্বতী পুজোর ছুটিতে উত্তরবঙ্গ যাওয়ার কথা ভাবছেন। যাওয়ার আগে একটু জেনে নিন মুর্শিদাবাদ জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতুর অবস্থা। কারণ, রক্ষণাবেক্ষণের কারণে ১২ঘন্টা এই সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সরস্বতী পুজোর আগেই এই সেতু বন্ধ রাখতে বাধ্য হচ্ছে প্রশাসন। প্রতিবেদনঃ কৌশিক অধিকারী। সংগৃহীত ছবি। 
*আপনি কি সরস্বতী পুজোর ছুটিতে উত্তরবঙ্গ যাওয়ার কথা ভাবছেন। যাওয়ার আগে একটু জেনে নিন মুর্শিদাবাদ জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতুর অবস্থা। কারণ, রক্ষণাবেক্ষণের কারণে ১২ঘন্টা এই সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সরস্বতী পুজোর আগেই এই সেতু বন্ধ রাখতে বাধ্য হচ্ছে প্রশাসন। প্রতিবেদনঃ কৌশিক অধিকারী। সংগৃহীত ছবি। 
advertisement
2/6
*শনিবার রাত বারোটা থেকে রবিবার দুপুর বারো'টা 12 ঘণ্টা বন্ধ থাকছে বহরমপুরের রামেন্দ্র সুন্দর সেতু। ভাগীরথীর উপর এই গুরুত্বপূর্ণ সেতু বহরমপুরকে কান্দি ও জঙ্গীপুরের সঙ্গে যুক্ত করে। তবে রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই সময়কালের মধ্যে সম্পূর্ণ বন্ধ থাকবে যান চলাচল। সংগৃহীত ছবি। 
*শনিবার রাত বারোটা থেকে রবিবার দুপুর বারো'টা 12 ঘণ্টা বন্ধ থাকছে বহরমপুরের রামেন্দ্র সুন্দর সেতু। ভাগীরথীর উপর এই গুরুত্বপূর্ণ সেতু বহরমপুরকে কান্দি ও জঙ্গীপুরের সঙ্গে যুক্ত করে। তবে রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই সময়কালের মধ্যে সম্পূর্ণ বন্ধ থাকবে যান চলাচল। সংগৃহীত ছবি। 
advertisement
3/6
*শনিবার রাত বারোটা থেকে রবিবার দুপুর বারো'টা 12 ঘণ্টা বন্ধ থাকছে বহরমপুরের রামেন্দ্র সুন্দর সেতু। ভাগীরথীর উপর এই গুরুত্বপূর্ণ সেতু বহরমপুরকে কান্দি ও জঙ্গীপুরের সঙ্গে যুক্ত করে। তবে রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই সময়কালের মধ্যে সম্পূর্ণ বন্ধ থাকবে যান চলাচল। সংগৃহীত ছবি। 
*শনিবার রাত বারোটা থেকে রবিবার দুপুর বারো'টা 12 ঘণ্টা বন্ধ থাকছে বহরমপুরের রামেন্দ্র সুন্দর সেতু। ভাগীরথীর উপর এই গুরুত্বপূর্ণ সেতু বহরমপুরকে কান্দি ও জঙ্গীপুরের সঙ্গে যুক্ত করে। তবে রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই সময়কালের মধ্যে সম্পূর্ণ বন্ধ থাকবে যান চলাচল। সংগৃহীত ছবি। 
advertisement
4/6
*শনিবার মধ্যরাত থেকে রবিবার দুপুর অবধি একেবারে বন্ধ থাকবে যান চলাচল। ফলে সাময়িক সমস্যার মুখে পড়তে পারেন যাত্রীরা। যদিও বিকল্প সেতু চালু থাকায় খানিকটা স্বস্তি মিলেছে, তবে কলকাতা-বহরমপুর-উত্তরবঙ্গ রুটের দূরপাল্লার বাসগুলি মূলত এই সেতুর উপর দিয়েই যাতায়াত করে। সংগৃহীত ছবি। 
*শনিবার মধ্যরাত থেকে রবিবার দুপুর অবধি একেবারে বন্ধ থাকবে যান চলাচল। ফলে সাময়িক সমস্যার মুখে পড়তে পারেন যাত্রীরা। যদিও বিকল্প সেতু চালু থাকায় খানিকটা স্বস্তি মিলেছে, তবে কলকাতা-বহরমপুর-উত্তরবঙ্গ রুটের দূরপাল্লার বাসগুলি মূলত এই সেতুর উপর দিয়েই যাতায়াত করে। সংগৃহীত ছবি। 
advertisement
5/6
*স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছিল, যাতে মানুষ অন্য পথ ধরে যাতায়াতের পরিকল্পনা করতে পারেন। রবিবার দুপুর বারোটার পর ফের যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন প্রশাসনিক আধিকারিকরা। সংগৃহীত ছবি। 
*স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছিল, যাতে মানুষ অন্য পথ ধরে যাতায়াতের পরিকল্পনা করতে পারেন। রবিবার দুপুর বারোটার পর ফের যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন প্রশাসনিক আধিকারিকরা। সংগৃহীত ছবি। 
advertisement
6/6
*যদিও বহরমপুরের বাস চালকদের কথায়, এই সেতু দিয়েই বহু বছর ধরে বাস চালাচ্ছি। রক্ষণাবেক্ষণ দরকার, সেটা ঠিক আছে। কিন্তু হঠাৎ করে ব্রিজ বন্ধ হলে যাত্রীদের খুব অসুবিধা হয়। সংগৃহীত ছবি।
*যদিও বহরমপুরের বাস চালকদের কথায়, এই সেতু দিয়েই বহু বছর ধরে বাস চালাচ্ছি। রক্ষণাবেক্ষণ দরকার, সেটা ঠিক আছে। কিন্তু হঠাৎ করে ব্রিজ বন্ধ হলে যাত্রীদের খুব অসুবিধা হয়। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement