Kachua Loknath Dham: লক্ষ লক্ষ ভক্তের সমাগামে সেজে উঠেছে কচুয়া ধাম
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Kachua Loknath Dham: বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্মতিথি উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তের সমাগম কচুয়া ধামে। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে অন্যান্য প্রদেশ থেকে, এমনকি বিদেশ থেকেও বহু ভক্ত এসেছেন
লোকনাথ বাবার জন্মতিথি পালন হচ্ছে কচুয়া ধামে। এইদিন কৃষ্ণ জন্মাষ্টমীর সঙ্গে সঙ্গে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস।
advertisement
এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত ছাড়িয়ে ভিন রাজ্য থেকে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার কচুয়া লোকনাথ মন্দিরে।
advertisement
বিদেশের মাটি থেকেও লক্ষ লক্ষ ভক্তরা বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্য সমবেত হচ্ছে। বাঁকে জল নিয়ে খালি পায়ে হেঁটে লম্বা লাইনে ভক্ত অনুগামীরা লোকনাথ ব্রহ্মচারী বাবার মাথায় জল ঢালছেন।
advertisement
বসিরহাট পুলিস জেলার উদ্যোগে কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা মন্দির চত্বর। উল্লেখ্য গোটা মন্দির চত্বরে চলছে পুলিসি টহলদারি।
advertisement
সিসিটিভি ও আকাশ পথে ড্রোন চালিয়েও নজরদারি রাখা হচ্ছে। কোনওরকম নাশকতার ছক যাতে এখানে না ঘটতে পারে রকম প্রস্তুতি নেওয়া হয়েছে।
advertisement