Janmashtami 2025: জন্মাষ্টমীতেও এবার থিমের মণ্ডপ ও প্রতিমা! আপনার বাড়ির খুব কাছেই, সপরিবারে দেখে আসুন

Last Updated:
জন্মাষ্টমী উৎসবেও থিমের আকর্ষণ। প্রতিমা ও মণ্ডপ দেখার ভিড়।
1/5
হাওড়া, রাকেশ মাইতি: জন্মাষ্টমী উপলক্ষে থিমের মণ্ডপ এবং প্রতিমা। গত কয়েক বছরে জন্মাষ্টমী পুজো মানে জেলার মানুষের কাছে একটু অন্য অভিজ্ঞতা। জেলার মানুষের নজরে কেড়েছে বাগনান আশ্রম ও পাঁচলা মোড় এর মত বেশ কিছু পুজো।
<strong>হাওড়া, রাকেশ মাইতি:</strong> জন্মাষ্টমী উপলক্ষে থিমের মণ্ডপ এবং প্রতিমা। গত কয়েক বছরে জন্মাষ্টমী পুজো মানে জেলার মানুষের কাছে একটু অন্য অভিজ্ঞতা। জেলার মানুষের নজর কেড়েছে বাগনান আশ্রম ও পাঁচলা মোড়ের মত বেশ কিছু পুজো।
advertisement
2/5
থিমের পুজো বলতে দুর্গাপুজো, সেই সঙ্গে তাল মিলিয়ে অন্যান্য পুজোতেও থিমের হিড়িক দেখা যায়। সেই দিক থেকে থিমের লড়াইয়ে পিছিয়ে নেই জেলায় জন্মাষ্টমী পুজো উৎসব। যেমন জাঁকজমক পুজোর আয়োজন সেই সঙ্গে রয়েছে আকর্ষণীয় অনুষ্ঠান। (ছবি ও তথ্য : রাকেশ মাইতি)
থিমের পুজো বলতেই মাথায় আসে দুর্গাপুজো। সেই সঙ্গে তাল মিলিয়ে অন্যান্য পুজোতেও থিমের হিড়িক দেখা যায়। সেই দিক থেকে থিমের লড়াইয়ে পিছিয়ে নেই জেলার জন্মাষ্টমী উৎসব। যেমন জাঁকজমক পুজোর আয়োজন সেই সঙ্গে রয়েছে আকর্ষণীয় অনুষ্ঠান। (ছবি ও তথ্য : রাকেশ মাইতি)
advertisement
3/5
হাওড়া'র বেশ কিছু জন্মষ্টমী পুজো উপলক্ষে প্রায় এক সপ্তাহ চলে অনুষ্ঠান। অনুষ্ঠানের পাশাপাশি জন্মাষ্টমী পুজোতেও প্রতিমা ও মণ্ডপ দেখার ভিড় লেগে যায় মানুষের। বাগনান আশ্রম পরিচালিত জন্মাষ্টমী পুজো এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসংঘ পরিচালিত জন্মাষ্টমী পুজো'য় মানুষের ঢল নামে। বিশেষ করে সন্ধ্যার পর মণ্ডপ চত্বর ভিড়ে ঠাসা। (ছবি ও তথ্য : রাকেশ মাইতি)
হাওড়ার বেশ কিছু জায়গায় জন্মষ্টমী উপলক্ষে প্রায় এক সপ্তাহ অনুষ্ঠান চলে। অনুষ্ঠানের পাশাপাশি জন্মাষ্টমী পুজোতেও প্রতিমা ও মণ্ডপ দেখার ভিড় লেগে যায় মানুষের। বাগনান আশ্রম পরিচালিত জন্মাষ্টমী পুজো এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসংঘ পরিচালিত জন্মাষ্টমী পুজোয় মানুষের ঢল নামে। বিশেষ করে সন্ধ্যার পর মণ্ডপ চত্বর ভিড়ে ঠাসা। (ছবি ও তথ্য : রাকেশ মাইতি)
advertisement
4/5
জেলা জুড়ে ঘরে ঘরে জন্মাষ্টমী পুজোর আয়োজন হয়ে থাকে। এই রীতি দীর্ঘদিনের, তবে থিমের পুজো গত কয়েক বছরে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। লক্ষ লক্ষ টাকার এই এবং বিভিন্ন অনুষ্ঠান ভীষণভাবে আকৃষ্ট করছে মানুষকে। (ছবি ও তথ্য : রাকেশ মাইতি)
জেলা জুড়ে ঘরে ঘরে জন্মাষ্টমীর পুজো করা হয়। এই রীতি দীর্ঘদিনের। তবে থিমের পুজো গত কয়েক বছরে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। (ছবি ও তথ্য : রাকেশ মাইতি)
advertisement
5/5
জেলা জুড়ে ঘরে ঘরে জন্মাষ্টমী পুজোর আয়োজন হয়ে থাকে। এই রীতি দীর্ঘদিনের, তবে থিমের পুজো গত কয়েক বছরে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। লক্ষ লক্ষ টাকার এই এবং বিভিন্ন অনুষ্ঠান ভীষণভাবে আকৃষ্ট করছে মানুষকে। (ছবি ও তথ্য : রাকেশ মাইতি)
লক্ষ লক্ষ টাকা ব্যয় করে থিমের প্যান্ডেল করে প্রতিমা এনে জন্মাষ্টমী উদযাপন করছে হাওড়া। আয়জন করা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের। যা ভীষণভাবে আকৃষ্ট করছে মানুষকে। (ছবি ও তথ্য : রাকেশ মাইতি)
advertisement
advertisement
advertisement