Train: পুজোর আগেই আসানসোল, দুর্গাপুর পেল নয়া বন্দে ভারত! টিকিট নিয়ে ভাবনার দিন শেষ! সময়সূচি জানুন
- Reported by:Nayan Ghosh
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Rail: পাঁচটি স্টেশনে স্টপেজ দেবে বন্দে ভারত এক্সপ্রেস। চলবে মোট ১৬টি কামরা নিয়ে। বন্দে ভারত এক্সপ্রেসে সম্পূর্ণ বাতানুকূল কামরা থাকছে, থাকছে এক্সিকিউটিভ ক্লাস সিটিং। সিসিটিভি, এলসিডি ডিসপ্লে, উপযুক্ত আলোর ব্যবস্থা থাকছে। উন্নতমানের বায়ো ভ্যাকুয়াম টয়লেট-সহ নানা আধুনিক ব্যবস্থা থাকছে।
advertisement
advertisement
*ইতিমধ্যেই হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচি জানিয়ে দিয়েছে পূর্ব রেল। ২২৩০৩ হাওড়া-গয়া বন্দে ভারত সকাল ৬:৫০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। ৮:২৮ মিনিটে দুর্গাপুর পৌঁছবে। আসানসোল পৌঁছবে ৮:৫৩ মিনিটে। ধানবাদে সময় ৯:৪৩ মিনিট। পরেশনাথে সময় ১০:১৩ মিনিট। কোডারমা পৌঁছবে ১০:৫৮ মিনিটে। ১২:৩০ মিনিটে পৌঁছে যাবে গন্তব্য স্টেশন গয়ায়।
advertisement
advertisement
advertisement








