IMD Weather Update: ওড়িশার উপকূলে বিপরীত ঘূর্ণাবর্ত! দক্ষিণবঙ্গে ঢুকছে জলীয় বাষ্প, প্রভাব পড়বে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা আর...কেমন থাকবে ওয়েদার?
- Reported by:AVIJIT CHANDA
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
ওড়িশার উপকূলে বিপরীত ঘূর্ণাবর্ত। এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে। কুয়াশার ঘনঘটা বাড়বে রাজ্যে।
advertisement
advertisement
advertisement
আজ কলকাতার তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। আগামিকাল ১৪ ডিগ্রি এবং তারপরের দিন ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা খুব বেশি বৃদ্ধি পাবে না। শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে। ওড়িশার উপকূলে বিপরীত ঘূর্ণাবর্ত। এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে। কুয়াশার ঘনঘটা বাড়বে রাজ্যে। দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা বাড়বে কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ সহ-সংলগ্ন এলাকায়।
advertisement
advertisement
advertisement
advertisement
পশ্চিমি ঝঞ্চায় তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা। আজ থেকে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে। শুক্রবার থেকে রবিবার,বাড়বে তাপমাত্রা। তারপর দু-তিন দিন একই রকম থাকবে আবহাওয়া। কলকাতায় ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে তাপমাত্রা থাকতে পারে। আগামী সপ্তাহের মাঝামাঝি ফের পারা পতনের আশঙ্কা। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে বৃহস্পতিবার নাগাদ।









