IMD Weather Update: ডিসেম্বরেও 'নিখোঁজ' শীত, সপ্তাহের শুরুতেই বৃষ্টির ভ্রূকুটি? কবে ফিরবে ঠাণ্ডা? আর কী জানাল হাওয়া অফিস? রইল বড় আপডেট
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
ডিসেম্বর শুরু হয়ে গিয়েছে, তাও শীতের দেখা নেই। বঙ্গবাসী এখনও অধীর অপেক্ষায় কবে জাঁকিয়ে পড়তে পারে ঠাণ্ডা। সে বিষয়ে এখনই কিন্তু আশ্বাস বাণী শোনাতে পারল না আবহাওয়া দফতর। উল্টে তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে কয়েক জেলায় খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। ভোরের দিকে কয়েক জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা বজায় থাকবে। দুদিন পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। এরপর থেকে তাপমাত্রা ধীরে ধীরে নামবে। সপ্তাহান্তে জমিয়ে শীতের সম্ভাবনা। তবে ১৫ই ডিসেম্বরের আগে জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই। প্রতীকী ছবি
advertisement
রই পাশাপাশি আগামী ১২ ঘন্টায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সাত জেলায়। মূলত, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি জেলার দু এক জায়গায় খুব হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। আগামীকাল থেকে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমবে। প্রতীকী ছবি
advertisement
advertisement
advertisement