Hearbal Tea: চা প্রেমীদের জন্য সুখবর! এই দোকানে মেলে 'কাবা লিকার' চা থেকে শুরু করে হরেক রকমের হার্বাল চা

Last Updated:
Hearbal Tea: আসানসোল বার্নপুরের ছোট্ট এক চায়ের দোকান এখন জনপ্রিয়তার শীর্ষে। এখানে মিলছে হারবাল চা, দার্জিলিং গ্রীন চা, কাবা লিকার চা, সঙ্গে করলা, আমলকি, সজনে পাতা ও এলোভেরা জুস। ভিড় জমছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে।
1/6
চা একটা আলাদা অনুভূতি। বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডায় হোক বা কখনও অফিসের কাজের চাপে ক্লান্তিতে হোক চা হলে জমে যায় আড্ডা আর চলে তুফানি আলোচনা। চা এক প্রকার সকলেই পছন্দ করেন।
চা একটা আলাদা অনুভূতি। বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডায় হোক বা কখনও অফিসের কাজের চাপে ক্লান্তিতে হোক চা হলে জমে যায় আড্ডা আর চলে তুফানি আলোচনা। চা এক প্রকার সকলেই পছন্দ করেন।
advertisement
2/6
লেবু চা, লিকার চা, দুধ চা, কেশর চা খেয়েছেন কিন্তু কখনও খেয়েছেন কী হারবাল চা? বিষয় টা শুনে কেমন লাগল তাই তো? এখানে সেই হারবাল চা ১০ টাকা থেকে শুরু করে ৩০, ৭০, ৮০, ১৫০ টাকা কাপ চা পেয়ে যাবেন। এই চা বিক্রি করে প্রত্যেক দিন ৭০০ থেকে ৮০০ টাকা রোজগার করেন বিক্রেতা।
লেবু চা, লিকার চা, দুধ চা, কেশর চা খেয়েছেন কিন্তু কখনও খেয়েছেন কী হারবাল চা? বিষয় টা শুনে কেমন লাগল তাই তো? এখানে সেই হারবাল চা ১০ টাকা থেকে শুরু করে ৩০, ৭০, ৮০, ১৫০ টাকা কাপ চা পেয়ে যাবেন। এই চা বিক্রি করে প্রত্যেক দিন তিনি ৭০০ থেকে ৮০০ টাকা রোজগার করেন বিক্রেতা।
advertisement
3/6
এখানে পাবেন কাবা লিকার চা ৮০ টাকা কাপ থেকে শুরু ১৫০, ১৮০ পর্যন্ত পাওয়া যায়। মেশান থাকে আদা তেজপাতা, লং, দারুচিনি, হালকা গোলমরিচ, তুলসী পাতা ড্রপ, মধু, আপনি ইচ্ছা করলে ড্রাই ফ্রুটও নিতে পারেন। এর পরে আছে কারা চা যাদের সর্দি কাশী হয়েছে তারা খেতে পারবেন এই চা। উপরের একই উপকরণ দিয়ে এই চা তৈরি করা হয় তবে থাকে আরও কিছু চমক। এছাড়াও পাবেন দার্জিলিং গ্রীন লাল চা মাকাই বাড়ি গ্রীন চা পাতা দিয়ে তৈরি। পাশাপাশি পাবেন সুগার ফ্রী চা, লেবু চা, দুধ চা, মসলা চা সহ কফি।
এখানে পাবেন কাবা লিকার চা ৮০ টাকা কাপ থেকে শুরু ১৫০, ১৮০ পর্যন্ত পাওয়া যায়। মেশান থাকে আদা তেজপাতা, লং, দারুচিনি, হালকা গোলমরিচ, তুলসী পাতা ড্রপ, মধু, আপনি ইচ্ছা করলে ড্রাই ফ্রুট নিতে পারেন। এর পরে আছে কারা চা যাদের সর্দি কাশী হয়েছে তারা খেতে পারবেন এই চা। উপরের একই উপকরণ দিয়ে এই চা তৈরি করা হয় তবে থাকে আরও কিছু চমক। এছাড়াও পাবেন দার্জিলিং গ্রীন লাল চা মাকাই বাড়ি গ্রীন চা পাতা দিয়ে তৈরি। পাশাপাশি পাবেন সুগার ফ্রী চা, লেবু চা, দুধ চা, মসলা চা সহ কফি।
advertisement
4/6
এখানে চায়ের সঙ্গে পাবেন বাহারি রকমের জুস। বিশেষ করে করলা, সজনে পাতা, আমলকি, অর্জুন গাছের ছাল দিয়ে তৈরি জুস, এলোভেরা, গাজর, বিট, লাউ, আমলকি ও গজর সঙ্গে বিট জুস এবং লেবু জুস। তবে এগুলি আপনাকে খেতে গেলে সকালে আসতে হবে। এবং আগে থেকে অর্ডার দিতে হবে। চাইলে বাড়িতেও অর্ডার দিয়ে পেয়ে যাবেন।
এখানে চায়ের সঙ্গে পাবেন বাহারি রকমের জুস। বিশেষ করে করলা, সজনে পাতা, আমলকি, অর্জুন গাছের ছাল দিয়ে তৈরি জুস, এলোভেরা, গাজর, বিট, লাউ, আমলকি ও গজর সঙ্গে বিট জুস এবং লেবু জুস। তবে এগুলি আপনাকে খেতে গেলে সকালে আসতে হবে এবং আগে থেকে অর্ডার দিতে হবে। চাইলে বাড়িতেও অর্ডার দিয়ে পেয়ে যাবেন।
advertisement
5/6
তার চায়ের জনপ্রিয়তা এতটাই কেউ আসেন বাঁকুড়া থেকে, কেউ আসেন আসানসোল থেকে কেউ আসেন জেলার বিভিন্ন জায়গা থেকে। প্রত্যেকদিন বিকেল ৩ টে থেকে রাত্রি ৮ টা পর্যন্ত এই দোকান খোলা থাকে, তবে রবিবার বন্ধ থাকে।
তার চায়ের জনপ্রিয়তা এতটাই কেউ আসেন বাঁকুড়া থেকে, কেউ আসেন আসানসোল থেকে কেউ আসেন জেলার বিভিন্ন জায়গা থেকে। প্রত্যেকদিন বিকেল ৩ টে থেকে রাত্রি ৮ টা পর্যন্ত এই দোকান খোলা থাকে, তবে রবিবার বন্ধ থাকে। "চা খেতে আশা মহাবীর লোহার বলেন " আমি প্রায় প্রত্যেক দিনই আসি চা খেতে, খুবই ভাল লাগে”।
advertisement
6/6
এই হার্বাল চা খেতে গেলে আপনাকে আসতে হবে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বার্নপুরে। কিন্তু কিভাবে আসবেন এখানে ? প্রথমে আপনাকে আসানসোলে আসতে হবে বাসে বা ট্রেনে করে। এরপরে আসানসোল থেকে সোজা বাস পেয়ে যাবেন বার্নপুরের। বার্নপুর বাসস্ট্যান্ডে নেমে টোটো করে এগিয়ে আসতে হবে বার্নপুরে বাড়ি ময়দান এর বার্নপুর টাউন পুজো সমিতির সামনে সেখানেই পেয়ে যাবেন এই ছোট্ট চায়ের দোকানটি। (ছবি ও তথ্য রিন্টু পাঁজা)
এই হার্বাল চা খেতে গেলে আপনাকে আসতে হবে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বার্নপুরে। কিন্তু কিভাবে আসবেন এখানে ? প্রথমে আপনাকে আসানসোলে আসতে হবে বাসে বা ট্রেনে করে। এরপরে আসানসোল থেকে সোজা বাস পেয়ে যাবেন বার্নপুরের। বার্নপুর বাসস্ট্যান্ডে নেমে টোটো করে এগিয়ে আসতে হবে বার্নপুরে বাড়ি ময়দান এর বার্নপুর টাউন পুজো সমিতির সামনে সেখানেই পেয়ে যাবেন এই ছোট্ট চায়ের দোকানটি। (ছবি ও তথ্য রিন্টু পাঁজা)
advertisement
advertisement
advertisement