Heavy Rainfall Alert: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কুণ্ডলী পাকিয়ে বসে রয়েছে নিম্নচাপ, এবার সমুদ্রে উঠবে বড় বড় ঢেউ, সপ্তাহের মধ্যেই ঝড়-বৃষ্টি
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Heavy Rainfall Alert: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির টানা হলুদ সর্তকতা জেলায়!
দিঘা: দিঘা সহ রাজ্যের উপকূলবর্তী জেলা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবারও বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে পশ্চিমবঙ্গের ওপর। এর পাশাপাশি নতুন করে আবারও একটি নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে। টানা পর পর কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। বৃহস্পতিবার পর্যন্ত বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সর্তকতা (Yellow Alert) রাজ্যের উপকূলবর্তী জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায়। Photo- File
advertisement
advertisement
সোমবার রাত থেকে মঙ্গল সকাল পর্যন্ত বজ্রপাত বাড়তে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান। মঙ্গলবার থেকে কলকাতা দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস হইবে।
advertisement
advertisement
আগামী ২৪ ঘণ্টার মধ্যেই নিম্নচাপে পরিণত হবে এই ঘূর্ণাবর্তটি। প্রভাব পড়বে, রাজ্যের উপকূলে। চলবে বৃষ্টি। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্র-বিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার , মালদা ও দুই দিনাজপুরেও বজ্র-বিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
advertisement
মেঘলা আকাশ তাপমাত্রা বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি সোমবার সকাল থেকেই। ১ সেপ্টেম্বর সোমবার দিঘা সহ জেলায় আবহাওয়া থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৩ শতাংশ। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি সেইসঙ্গে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের হলুদ সতর্কতা জারি দিঘা সহ জেলায়। সোমবার থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিঘা সহ জেলায়। Input- Saikat Shee