Gangasagar Mela 2023|| ভাঙল রেকর্ড! মকর সংক্রান্তির আগেই সাগরমেলায় থিকথিকে ভিড়, সংখ্যাটা চমকে দেওয়া!

Last Updated:
Gangasagar Mela 2023: শনিবার বিকেল থেকে এ বারের মকর সংক্রান্তির শাহি স্নানের যোগ শুরু হবে। চলবে পরদিন রবিবার বিকেল পর্যন্ত। এ বারের ভিড় ৫০ লক্ষ ছাড়িয়ে যাবে বলে অনুমান পুলিশের।
1/9
*মকর সংক্রান্তির আগেই এ বারের সাগরমেলায় রেকর্ড ভিড়। শুক্রবার বিকেল পর্যন্ত ৩১ লক্ষ পুণ্যার্থী মেলাতে এসে পৌঁছেছেন। বাবুঘাট, হাওড়া, লট নম্বর আট, কচুবেড়িয়ার পথে হাজার হাজার পুণ্যার্থী। শনিবার সকালে ভিড় আরও বাড়বে। প্রতিবেদন ও ছবিঃ অর্পণ মণ্ডল। 
*মকর সংক্রান্তির আগেই এ বারের সাগরমেলায় রেকর্ড ভিড়। শুক্রবার বিকেল পর্যন্ত ৩১ লক্ষ পুণ্যার্থী মেলাতে এসে পৌঁছেছেন। বাবুঘাট, হাওড়া, লট নম্বর আট, কচুবেড়িয়ার পথে হাজার হাজার পুণ্যার্থী। শনিবার সকালে ভিড় আরও বাড়বে। প্রতিবেদন ও ছবিঃ অর্পণ মণ্ডল। 
advertisement
2/9
*শনিবার বিকেল থেকে এ বারের মকর সংক্রান্তির শাহি স্নানের যোগ শুরু হবে। চলবে পরদিন রবিবার বিকেল পর্যন্ত। এ বারের ভিড় ৫০ লক্ষ ছাড়িয়ে যাবে বলে অনুমান পুলিশের।
*শনিবার বিকেল থেকে এ বারের মকর সংক্রান্তির শাহি স্নানের যোগ শুরু হবে। চলবে পরদিন রবিবার বিকেল পর্যন্ত। এ বারের ভিড় ৫০ লক্ষ ছাড়িয়ে যাবে বলে অনুমান পুলিশের।
advertisement
3/9
*গত দু’‌বছর করোনা অতিমারির জন্য আদালতের নির্দেশে ভিড়ের ওপর রাশ টানতে হয়েছিল। কিন্তু এ বার কোনও বিধিনিষেধ না থাকায় ভিড় বেড়েছে কয়েকগুন। এ ছাড়া বাবুঘাট থেকে সাগর পর্যন্ত যাত্রাপথ আগের থেকে অনেক মসৃণ করা হয়েছে। পরিকাঠামো বাড়ানো হয়েছে কয়েকগুন। যাত্রীনিবাস, পানীয় জল, অস্থায়ী শৌচাগারের সংখ্যা বাড়ানো হয়েছে।
*গত দু’‌বছর করোনা অতিমারির জন্য আদালতের নির্দেশে ভিড়ের ওপর রাশ টানতে হয়েছিল। কিন্তু এ বার কোনও বিধিনিষেধ না থাকায় ভিড় বেড়েছে কয়েকগুন। এ ছাড়া বাবুঘাট থেকে সাগর পর্যন্ত যাত্রাপথ আগের থেকে অনেক মসৃণ করা হয়েছে। পরিকাঠামো বাড়ানো হয়েছে কয়েকগুন। যাত্রীনিবাস, পানীয় জল, অস্থায়ী শৌচাগারের সংখ্যা বাড়ানো হয়েছে।
advertisement
4/9
*শুক্রবার মেলায় চলে এসেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, সুজিত বসু, স্নেহাশিষ চক্রবর্তী, বঙ্কিম হাজারা। মেলা অফিসে সাংবাদিক বৈঠক করে অরূপ বিশ্বাস জানিয়েছেন, ‘‌মুখ্যমন্ত্রী নিজে মেলার প্রস্তুতি ঘুরে দেখে গিয়েছেন। সেইসময় মুখ্যমন্ত্রী কিছু নির্দেশ দিয়েছিলেন। মকর স্নানের সময় সাগরতটে ৩৩টি হাইমাস লাইট লাগানো হয়েছে। পুণ্যার্থীদের নিরাপত্তায় ১৪ হাজার পুলিশ কর্মী মোতায়েন রয়েছে, যা গতবারের তুলনায় অনেক বেশী। যথেষ্ট পরিমান ব্যারিকেড, ড্রপগেট, ওয়াচটাওয়ার নির্মাণ করা হয়েছে। সিভিল ডিফেন্স, এনডিআরএফ, নৌ বাহিনী, উপকূল রক্ষী বাহিনী প্রচুর নিরাপত্তার দায়িত্বে আছে।' 
*শুক্রবার মেলায় চলে এসেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, সুজিত বসু, স্নেহাশিষ চক্রবর্তী, বঙ্কিম হাজারা। মেলা অফিসে সাংবাদিক বৈঠক করে অরূপ বিশ্বাস জানিয়েছেন, ‘‌মুখ্যমন্ত্রী নিজে মেলার প্রস্তুতি ঘুরে দেখে গিয়েছেন। সেইসময় মুখ্যমন্ত্রী কিছু নির্দেশ দিয়েছিলেন। মকর স্নানের সময় সাগরতটে ৩৩টি হাইমাস লাইট লাগানো হয়েছে। পুণ্যার্থীদের নিরাপত্তায় ১৪ হাজার পুলিশ কর্মী মোতায়েন রয়েছে, যা গতবারের তুলনায় অনেক বেশী। যথেষ্ট পরিমান ব্যারিকেড, ড্রপগেট, ওয়াচটাওয়ার নির্মাণ করা হয়েছে। সিভিল ডিফেন্স, এনডিআরএফ, নৌ বাহিনী, উপকূল রক্ষী বাহিনী প্রচুর নিরাপত্তার দায়িত্বে আছে।' 
advertisement
5/9
*এ বার মেলার মাঠে বাংলা, হিন্দি, ইংরাজি, ওড়িয়ার পাশাপাশি ভোজপুরি ভাষায় ঘোষণা করা হচ্ছে। পুণ্যার্থীদের করণীয় বিষয়ে বিভিন্ন ভাষায় লিফলেট বিলি করা হচ্ছে। প্রতিটি যানবাহনকে জিপিএসের আওতায় আনা হয়েছে। এ বার ড্রেজিং ভাল হওয়ায় মুড়িগঙ্গা নদীতে ২২ ঘন্টা ভেসেল চালানো সম্ভব হচ্ছে। মেলা মাঠে ১০-১২ লক্ষ পুণ্যার্থীর রাত্রিবাসের ব্যবস্থা রয়েছে।’‌
*এ বার মেলার মাঠে বাংলা, হিন্দি, ইংরাজি, ওড়িয়ার পাশাপাশি ভোজপুরি ভাষায় ঘোষণা করা হচ্ছে। পুণ্যার্থীদের করণীয় বিষয়ে বিভিন্ন ভাষায় লিফলেট বিলি করা হচ্ছে। প্রতিটি যানবাহনকে জিপিএসের আওতায় আনা হয়েছে। এ বার ড্রেজিং ভাল হওয়ায় মুড়িগঙ্গা নদীতে ২২ ঘন্টা ভেসেল চালানো সম্ভব হচ্ছে। মেলা মাঠে ১০-১২ লক্ষ পুণ্যার্থীর রাত্রিবাসের ব্যবস্থা রয়েছে।’‌
advertisement
6/9
*এ বারেও অনলাইনে পুজো দেওয়া ও প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে। শুক্রবার পর্যন্ত ই-‌দর্শন করেছেন ৪০ লক্ষ ৭০ হাজার পুণ্যার্থী। ই-‌স্নান করেছেন ১,১৩৪ জন। ই-‌পুজো দিয়েছেন ১০ লক্ষ ৫০ হাজার। এখনও পর্যন্ত ৩ জনকে হেলিকপ্টারে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে।
*এ বারেও অনলাইনে পুজো দেওয়া ও প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে। শুক্রবার পর্যন্ত ই-‌দর্শন করেছেন ৪০ লক্ষ ৭০ হাজার পুণ্যার্থী। ই-‌স্নান করেছেন ১,১৩৪ জন। ই-‌পুজো দিয়েছেন ১০ লক্ষ ৫০ হাজার। এখনও পর্যন্ত ৩ জনকে হেলিকপ্টারে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে।
advertisement
7/9
*এ দিকে আজ শনিবার ভোর থেকে ঘন কুয়াশার জন্য বন্ধ ভেসেল এবং বাস পরিসেবা। মানুষের ভিড়ে রেকর্ড গড়ার পথে গঙ্গাসাগর। গতকাল বিকেল থেকে সাগরমেলাতে ঢোকার ৩,৪ ও ৫ নম্বর রাস্তা দিয়ে অগুণতি মানুষের ঢেউ আছড়ে পড়েছে সাগর তটে।
*এ দিকে আজ শনিবার ভোর থেকে ঘন কুয়াশার জন্য বন্ধ ভেসেল এবং বাস পরিসেবা। মানুষের ভিড়ে রেকর্ড গড়ার পথে গঙ্গাসাগর। গতকাল বিকেল থেকে সাগরমেলাতে ঢোকার ৩,৪ ও ৫ নম্বর রাস্তা দিয়ে অগুণতি মানুষের ঢেউ আছড়ে পড়েছে সাগর তটে।
advertisement
8/9
*পশ্চিমী ঝঞ্জার জেরে গতকাল থেকে ঠান্ডা উধাও। রাতভর কাকদ্বীপের লট নম্বর আট থেকে প্রচুর পুণ্যার্থী মেলাতে ঢোকার অপেক্ষায়। বাংলা ক্যালেন্ডার মতে, মকর সংক্রান্তির আগামিকাল অর্থাৎ রবিবার। মকর সংক্রান্তির পুন্যক্ষণের আগে ১৪ জানুয়ারি সাগরস্নানের রীতি দীর্ঘদিনের।
*পশ্চিমী ঝঞ্জার জেরে গতকাল থেকে ঠান্ডা উধাও। রাতভর কাকদ্বীপের লট নম্বর আট থেকে প্রচুর পুণ্যার্থী মেলাতে ঢোকার অপেক্ষায়। বাংলা ক্যালেন্ডার মতে, মকর সংক্রান্তির আগামিকাল অর্থাৎ রবিবার। মকর সংক্রান্তির পুন্যক্ষণের আগে ১৪ জানুয়ারি সাগরস্নানের রীতি দীর্ঘদিনের।
advertisement
9/9
*অন্য বছরগুলিতে এই তারিখে মকর সংক্রান্তি হয়। ফলে এই দিনটিও পুণ্যার্থীদের কাছে পুণ্যক্ষণ। সেই ছবি ধরা পড়ছে আজ সকাল থেকে। লক্ষ লক্ষ পুণ্যার্থী ভোরের আলো ফোটার আগে থেকে সাগরস্নানে নেমে পড়েছেন। সাগরতট ধূপ, ধুনোর গন্ধ আর প্রদীপের শিখায় উজ্জ্বল হয়ে উঠেছে। স্নান সেরে কপিলমুনি মন্দিরে পুজো দেওয়ার দীর্ঘ লাইন। ড্রপগেট পেরিয়ে পথক্লান্ত মানুষগুলি মোক্ষলাভের আশায় অপেক্ষমান।
*অন্য বছরগুলিতে এই তারিখে মকর সংক্রান্তি হয়। ফলে এই দিনটিও পুণ্যার্থীদের কাছে পুণ্যক্ষণ। সেই ছবি ধরা পড়ছে আজ সকাল থেকে। লক্ষ লক্ষ পুণ্যার্থী ভোরের আলো ফোটার আগে থেকে সাগরস্নানে নেমে পড়েছেন। সাগরতট ধূপ, ধুনোর গন্ধ আর প্রদীপের শিখায় উজ্জ্বল হয়ে উঠেছে। স্নান সেরে কপিলমুনি মন্দিরে পুজো দেওয়ার দীর্ঘ লাইন। ড্রপগেট পেরিয়ে পথক্লান্ত মানুষগুলি মোক্ষলাভের আশায় অপেক্ষমান।
advertisement
advertisement
advertisement