Durga Puja 2024: সংসারে চাহিদা দিন দিন কমলেও, মণ্ডপ সজ্জায় এর কদর-ই আলাদা, কী বলুন তো?

Last Updated:
Durga Puja 2024: সংসারে ঝোড়া, চুবড়ি, কুলোর কদর কমলেও এই পুজোর সময় দারুণ চাহিদা বাড়ে মন্ডপ সজ্জার কাজে।
1/6
নিত্য প্রয়োজনে অস্তিত্ব খোয়াতে বসলেও, কুলো, ঝোড়া, চুবড়ির চাহিদা বাড়ছে মণ্ডপ সজ্জায়! বর্তমান সময়ে মণ্ডপ সজ্জার একটি গুরুত্বপূর্ণ উপকরণে এই সমস্ত বাঁশের সামগ্রী।
নিত্য প্রয়োজনে অস্তিত্ব খোয়াতে বসলেও, কুলো, ঝোড়া, চুবড়ির চাহিদা বাড়ছে মণ্ডপ সজ্জায়! বর্তমান সময়ে মণ্ডপ সজ্জার একটি গুরুত্বপূর্ণ উপকরণে এই সমস্ত বাঁশের সামগ্রী।
advertisement
2/6
কথায় রয়েছে বাংলার বাংলার অলি-গলিতে নানা শিল্প ছড়িয়ে রয়েছে। সেই সমস্ত গ্রামীণ শিল্পের মধ্যে অন্যতম বাঁশের তৈরি শিল্প।
কথায় রয়েছে বাংলার বাংলার অলি-গলিতে নানা শিল্প ছড়িয়ে রয়েছে। সেই সমস্ত গ্রামীণ শিল্পের মধ্যে অন্যতম বাঁশের তৈরি শিল্প।
advertisement
3/6
এক সময় সাংসারিক নিত্য প্রয়োজনীয় উপকরণের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল বাঁশ বা কঞ্চির তৈরি ঝোড়া, চুবড়ি, চ্যাঙড়ি চালনা, ধামা'র মত নানা জিনিস। এই সমস্ত জিনিস মূলত ফাঁপা বাঁশ দিয়ে তৈরি হয়। তখনকার দিনের মানুষের দারুণ কাজের উপযোগী ছিল। কালের নিয়মে সেসব হারিয়ে যেতে বসেছে আজ।
এক সময় সাংসারিক নিত্য প্রয়োজনীয় উপকরণের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল বাঁশ বা কঞ্চির তৈরি ঝোড়া, চুবড়ি, চ্যাঙড়ি চালনা, ধামা'র মত নানা জিনিস। এই সমস্ত জিনিস মূলত ফাঁপা বাঁশ দিয়ে তৈরি হয়। তখনকার দিনের মানুষের দারুণ কাজের উপযোগী ছিল। কালের নিয়মে সেসব হারিয়ে যেতে বসেছে আজ।
advertisement
4/6
প্লাস্টিক বা বিভিন্ন ধাতুর তৈরি জিনিসের চাহিদা বেড়ে কাঠ বা বাঁশের তৈরি সামগ্রী ব্যবহার কম হয়েছে। বর্তমানে একেবারে সামান্য এই জিনিসের ব্যবহার দেখা যায়। তবে গ্রাম বাংলার শিল্প সংস্কৃতি হিসাবে ডেকোরেশন-এর কাজে এদের চাহিদা বেড়েছে।
প্লাস্টিক বা বিভিন্ন ধাতুর তৈরি জিনিসের চাহিদা বেড়ে কাঠ বা বাঁশের তৈরি সামগ্রী ব্যবহার কম হয়েছে। বর্তমানে একেবারে সামান্য এই জিনিসের ব্যবহার দেখা যায়। তবে গ্রাম বাংলার শিল্প সংস্কৃতি হিসাবে ডেকোরেশন-এর কাজে এদের চাহিদা বেড়েছে।
advertisement
5/6
বাঁশের ঝোড়া. চুবড়ি'র মতো সামগ্রী তৈরি করার কারিগর বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। সারা বছর তাঁদের হাতে সেভাবে কাজ না থাকলেও, মন্ডপ সজ্জার কারণে কয়েক মাস আগে থেকে একটু কাজের চাপ থাকে।
বাঁশের ঝোড়া. চুবড়ি'র মতো সামগ্রী তৈরি করার কারিগর বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। সারা বছর তাঁদের হাতে সেভাবে কাজ না থাকলেও, মন্ডপ সজ্জার কারণে কয়েক মাস আগে থেকে একটু কাজের চাপ থাকে।
advertisement
6/6
সেই মতো হাওড়া বালুটিকিরি সজীব সংঘে বাঁশের বিভিন্ন সামগ্রী ব্যবহার করে সেজে উঠছে পুজো মণ্ডপ।
সেই মতো হাওড়া বালুটিকিরি সজীব সংঘে বাঁশের বিভিন্ন সামগ্রী ব্যবহার করে সেজে উঠছে পুজো মণ্ডপ।
advertisement
advertisement
advertisement