Belur Math Kumari Puja: বেলুড় মঠের প্রাচীন রীতি, দেখুন মহাষ্টমীর কুমারী পুজোর ঝলক...

Last Updated:
করোনার মধ্যেই রাজ্যে চলছে উৎসব। সমস্ত বারোয়ারি পুজোর পাশাপাশি এবছরেও বেলুড়মঠে হচ্ছে দুর্গাপুজো। তবে এ বছর ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মঠ কর্তৃপক্ষ (Belur Math Kumari Puja)।
1/8
করোনার মধ্যেই রাজ্যে চলছে উৎসব। সমস্ত বারোয়ারি পুজোর পাশাপাশি এবছরেও বেলুড়মঠে হচ্ছে দুর্গাপুজো। তবে এ বছর ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মঠ কর্তৃপক্ষ (Belur Math Kumari Puja)।
করোনার মধ্যেই রাজ্যে চলছে উৎসব। সমস্ত বারোয়ারি পুজোর পাশাপাশি এবছরেও বেলুড়মঠে হচ্ছে দুর্গাপুজো। তবে এ বছর ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মঠ কর্তৃপক্ষ (Belur Math Kumari Puja)।
advertisement
2/8
কিন্তু রীতিতে কোনও কার্পণ্য নেই। নিয়ম মেনেই মহাষ্টমীতে কুমারী পুজো বেলুর মঠে। চিরাচরিত প্রথা অনুযায়ী মঙ্গলারতির পর শুরু হয়েছে মহাষ্টমী পুজো।
কিন্তু রীতিতে কোনও কার্পণ্য নেই। নিয়ম মেনেই মহাষ্টমীতে কুমারী পুজো বেলুর মঠে। চিরাচরিত প্রথা অনুযায়ী মঙ্গলারতির পর শুরু হয়েছে মহাষ্টমী পুজো।
advertisement
3/8
সকাল ৯ টায় শুরু হয়েছে কুমারী পুজো। এ বছরের কুমারী সোমশেখর চক্রবর্তী এবং শ্বেতশ্রী চক্রবর্তীর মেয়ে পাঁচ বছরের শরণ্যা। বেলুড় মঠের সন্ন্যাসীদের কোলে বসেই মণ্ডপে প্রবেশ করে ছোট্ট শরণ্যা।
সকাল ৯ টায় শুরু হয়েছে কুমারী পুজো। এ বছরের কুমারী সোমশেখর চক্রবর্তী এবং শ্বেতশ্রী চক্রবর্তীর মেয়ে পাঁচ বছরের শরণ্যা। বেলুড় মঠের সন্ন্যাসীদের কোলে বসেই মণ্ডপে প্রবেশ করে ছোট্ট শরণ্যা।
advertisement
4/8
তাকে পুজো করা হয় উমা রূপে। গত বছর পূজারী এবং কুমারীর মুখে মাস্ক না থাকায় প্রশ্ন উঠেছিল। কিন্তু এবছর প্রত্যেকের মুখেই ছিল মাস্ক।
তাকে পুজো করা হয় উমা রূপে। গত বছর পূজারী এবং কুমারীর মুখে মাস্ক না থাকায় প্রশ্ন উঠেছিল। কিন্তু এবছর প্রত্যেকের মুখেই ছিল মাস্ক।
advertisement
5/8
বেলুড়ে প্রথম কুমারী পুজো চালু করেন স্বামী বিবেকানন্দ। ১৯০১ সালে মা সারদার উপস্থিতিতেই কুমারী পূজা করেছিলেন তিনি। সেই থেকেই এই প্রথা পালন করে আসছে বেলুড় মঠ কর্তৃপক্ষ।
বেলুড়ে প্রথম কুমারী পুজো চালু করেন স্বামী বিবেকানন্দ। ১৯০১ সালে মা সারদার উপস্থিতিতেই কুমারী পূজা করেছিলেন তিনি। সেই থেকেই এই প্রথা পালন করে আসছে বেলুড় মঠ কর্তৃপক্ষ।
advertisement
6/8
প্রতিবছর অষ্টমীতে বেলুড়মঠে আসেন অসংখ্য ভক্ত। তবে করোনার কারণে গত বছরের পর এবছরও বেলুড়মঠে দর্শকদের প্রবেশ নিষেধ।
প্রতিবছর অষ্টমীতে বেলুড়মঠে আসেন অসংখ্য ভক্ত। তবে করোনার কারণে গত বছরের পর এবছরও বেলুড়মঠে দর্শকদের প্রবেশ নিষেধ।
advertisement
7/8
তবে পুজোর বিভিন্ন দৃশ্য বাড়িতে বসে ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন ভক্তকুল।
তবে পুজোর বিভিন্ন দৃশ্য বাড়িতে বসে ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন ভক্তকুল।
advertisement
8/8
প্রতি বছর মঠের সন্ন্যাসীরা কুমারীকে কোলে করে পুজোর স্থানে আনলেও গতবছর থেকেই কুমারীকে নিয়ে আসে তাঁর পরিবার। বাগবাজার সর্বজনীনেও কোভিড বিধি মেনে গতবার আয়োজন করা হয় কুমারী পুজোর। (সব ছবি-- দেবাশিস চক্রবর্তী।)
প্রতি বছর মঠের সন্ন্যাসীরা কুমারীকে কোলে করে পুজোর স্থানে আনলেও গতবছর থেকেই কুমারীকে নিয়ে আসে তাঁর পরিবার। বাগবাজার সর্বজনীনেও কোভিড বিধি মেনে গতবার আয়োজন করা হয় কুমারী পুজোর। (সব ছবি-- দেবাশিস চক্রবর্তী।)
advertisement
advertisement
advertisement