Digha: মন্দির উদ্ধোধনের আগে দিঘায় জগন্নাথ উদ্ধার! শোরগোল পড়তেই জানা গেল আসল ঘটনা, কোথা থেকে এল সেই মূর্তি জানেন?

Last Updated:
Digha: দিঘায় অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হওয়ার কথা জগন্নাথ মন্দিরের। তার আগে আচমকা জগন্নাথের মূর্তি উদ্ধার হওয়ায় শোরগোল পড়ে যায় সৈকত শহরে। এবার জানা গেল আসল ঘটনা...
1/8
ফের চর্চায় সমুদ্রে ভেসে আসা জগন্নাথ দেবের কাঠের মূর্তি! রবিবারই দিঘার জগন্নাথ ঘাটের কাছে সমুদ্রে ভেসে আসে জগন্নাথ দেবের মূর্তি। আর তা নিয়েই গোটা রাজ্য তোলপাড় হয়।
ফের চর্চায় সমুদ্রে ভেসে আসা জগন্নাথ দেবের কাঠের মূর্তি! রবিবারই দিঘার জগন্নাথ ঘাটের কাছে সমুদ্রে ভেসে আসে জগন্নাথ দেবের মূর্তি। আর তা নিয়েই গোটা রাজ্য তোলপাড় হয়।
advertisement
2/8
দিঘায় অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হওয়ার কথা জগন্নাথ মন্দিরের। তার আগে আচমকা জগন্নাথের মূর্তি উদ্ধার হওয়ায় শোরগোল পড়ে যায় সৈকত শহরে।
দিঘায় অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হওয়ার কথা জগন্নাথ মন্দিরের। তার আগে আচমকা জগন্নাথের মূর্তি উদ্ধার হওয়ায় শোরগোল পড়ে যায় সৈকত শহরে।
advertisement
3/8
জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে আগেই যা ঘিরে রবিবার দিনভর দিঘায় চাঞ্চল্য ছড়ায়। সেই মূর্তিটি কোথা থেকে এল? কার এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে আগেই যা ঘিরে রবিবার দিনভর দিঘায় চাঞ্চল্য ছড়ায়। সেই মূর্তিটি কোথা থেকে এল? কার এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
advertisement
4/8
এমন অলৌকিক ঘটনা দেখে অবাক হন সমুদ্রতীরের মানুষেরা। খবরের শিরোনামে আসে জগন্নাথের মূর্তি উদ্ধার।
এমন অলৌকিক ঘটনা দেখে অবাক হন সমুদ্রতীরের মানুষেরা। খবরের শিরোনামে আসে জগন্নাথের মূর্তি উদ্ধার।
advertisement
5/8
দিঘার সৈকতে পাওয়া জগন্নাথের কাঠের মূর্তি নিয়ে সোমবার জল্পনার অবসান হয়। দিঘার খাদালগোবরা গ্রামের বাসিন্দা কল্পনা জানার দাবি, চর্চায় থাকা সেই জগন্নাথ মূর্তিটি তাঁর।
দিঘার সৈকতে পাওয়া জগন্নাথের কাঠের মূর্তি নিয়ে সোমবার জল্পনার অবসান হয়। দিঘার খাদালগোবরা গ্রামের বাসিন্দা কল্পনা জানার দাবি, চর্চায় থাকা সেই জগন্নাথ মূর্তিটি তাঁর।
advertisement
6/8
মহিলার দাবি, সমুদ্র থেকে পাওয়া জগন্নাথ দেবের কাঠের মূর্তিটি গত এক বছর ধরে নিজের বাড়ির মন্দিরে পুজো করে আসছিলেন।
মহিলার দাবি, সমুদ্র থেকে পাওয়া জগন্নাথ দেবের কাঠের মূর্তিটি গত এক বছর ধরে নিজের বাড়ির মন্দিরে পুজো করে আসছিলেন।
advertisement
7/8
কিন্তু সংস্কার মেনে গতকালই মূর্তিটিকে তিনি পুনরায় সমুদ্রে ভাসিয়ে দিয়েছিলেন।
কিন্তু সংস্কার মেনে গতকালই মূর্তিটিকে তিনি পুনরায় সমুদ্রে ভাসিয়ে দিয়েছিলেন।
advertisement
8/8
তাঁর দাবি, পরে রাতে টিভিতে সবকিছু দেখে তিনি বুঝতে পারেন এই মূর্তি এক বছর ধরে তারই পুজো করা সেই মূর্তিটি। (রিপোর্টার-- সুজিত ভৌমিক)
তাঁর দাবি, পরে রাতে টিভিতে সবকিছু দেখে তিনি বুঝতে পারেন এই মূর্তি এক বছর ধরে তারই পুজো করা সেই মূর্তিটি। (রিপোর্টার-- সুজিত ভৌমিক)
advertisement
advertisement
advertisement