Cyclone Fengal Update: বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত, বাংলায় আপাতত শীতের আমেজে ভাটা
- Published by:Siddhartha Sarkar
- local18
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। অভিমুখ তামিলনাড়ু উপকূল। শনিবার এটি স্থলভাগে প্রবেশ করতে পারে। তার জেরেই বাংলায় আপাতত ভাটা পড়েছে শীতের আমেজে।
শেষ পর্যন্ত অতি গভীর নিম্নচাপ রূপেই অবস্থান দক্ষিণ বঙ্গোপসাগরে। বর্তমানে গতিবেগ সর্বোচ্চ ৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় এবং অভিমুখ উত্তর-পশ্চিম দিক। আগামিকাল, শনিবার শক্তি হারিয়ে এটি গভীর নিম্নচাপ রূপে স্থলভাগে প্রবেশ করবে। তামিলনাড়ু ও পন্ডিচেরি উপকূলের মাঝে মহাবলীপুরমের কাছাকাছি এটি স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা। সেই সময় এই সিস্টেমের গতিবেগ থাকবে সর্বোচ্চ ৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। অভিমুখ তামিলনাড়ু উপকূল। শনিবার এটি স্থলভাগে প্রবেশ করতে পারে। তার জেরেই বাংলায় আপাতত ভাটা পড়েছে শীতের আমেজে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলায় ফেনজলের সরাসরি প্রভাব না পড়লেও সপ্তাহান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উপকূলীয় জেলাগুলিতে।
advertisement
উইকেন্ডে উপকূলে বৃষ্টি। ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব থাকবে। সপ্তাহান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে চার জেলায়। শনিবার থেকে সোমবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতো উপকূলের জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশের সম্ভাবনা উপকূল সংলগ্ন জেলাগুলোতে।
advertisement
আপাতত শীতের আমেজে কিছুটা বাধা। বেশ কিছুটা বাড়ল তাপমাত্রা। নভেম্বরের শেষ দু-দিনে তাপমাত্রা একই রকম থাকবে । উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশের কারণে বাড়ল রাতের তাপমাত্রা। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই আবার পারদ পতনের সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা কমে বাড়তে পারে শীতের আমেজ। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কয়েক জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে।
advertisement
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহ এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়াতে কুয়াশার সম্ভাবনা বেশি। এদিকে কলকাতায় অনেকটাই বাড়ল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। শনিবারে এক ধাক্কায় তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ল। নভেম্বরের শেষে রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেল। শীতের আমেজে এর ফলে বেশ কিছুটা বাধা।
advertisement
রবিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফের নামতে পারে তাপমাত্রা। কলকাতায় আজ, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৭ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৩ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।