CPIM Brigade: ব্রিগেডে হাজির হয়ে গেলেন 'খোকাবাবু'! কে জানেন এই ব্যক্তি? লালে লাল ব্রিগেডে CPIM-এর শক্তি বোধহয় এই 'রবি'রাই
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Suman Biswas
Last Updated:
CPIM Brigade: দীর্ঘ পথ পাড়ি দিয়ে হালিশহর থেকে হুইল চেয়ারে ব্রিগেডে শারীরিকভাবে দুর্বল বামপন্থী সমর্থক রবি দাস।
advertisement
advertisement
চলছে ছবি তোলা, সোশ্যাল মিডিয়ায় লাইভ। তখন রবি যেন হয়ে উঠেছে হিরো। কমরেড রবিও তখন বেজায় খুশি এত কিছু দেখে। আর পাঁচটা মানুষের মতো স্বাভাবিকভাবে হাঁটতে চলতে পারেন না রবি। কথা বলতে গেলেও জড়িয়ে যায়। হুইল চেয়ারের ছাউনি থেকে পিছনের ব্যানার সব জায়গাতেই সিপিএমের ছোঁয়া। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেবের একান্ত ভক্ত রবি।
advertisement
advertisement
advertisement








