Rare Fish in Digha: লাখ টাকা দাম, দৈত্যাকৃতি এই মাছ উঠল জালে...! কত কেজি ওজন? জানলে আঁতকে উঠবেন
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Rare Fish in Digha: ২০ কেজি ওজনের এই মাছটি আসে ওড়িশার ধামড়া এলাকা থেকে। নিলামে দাম ছড়ায় লক্ষাধিক টাকার বেশি। এসএফটি আড়তে মাছটিকে নিলামে তোলা হয়। দর হাঁকাহাঁকির পর একটি সংস্থা মাছটির সর্বোচ্চ দাম ঘোষণা করে প্রতি কেজি ৬ হাজার টাকা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
দিঘা-ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান নবকুমার পয়ড়্যা বলেন, 'এই মাছটি খুবই ছোট। ভাল দাম পেয়েছে। চলতি মরশুমে প্রথমবার দিঘায় এই মাছ উঠল।' গভীর জলের এই মাছ, সচরাচর দেখা যায় না। এদিনের ছিপছিপে গড়নের মাছটিকে দেখে কোনওভাবেই বোঝার উপায় ছিল না যে, লাখের ওপর খেলবে তার দাম।