Big Fish: জালে টান পড়তেই উল্লাস! জোড়া দানবের দামে রাতারাতি 'বড়লোক' মৎস্যজীবী! দাম জানলে চোখ কপালে উঠবে

Last Updated:
Big Fish: জালে পড়ল দুটি তেলিয়া ভোলা মাছ। আর তাতেই রাতারাতি লাখপতি হয়ে গেলেন কাকদ্বীপের মৎস্যজীবীরা। ওই দু’টি তেলিয়া ভোলার দাম উঠেছে প্রায় ৪ লক্ষ টাকা।
1/6
*জালে পড়ল দুটি তেলিয়া ভোলা মাছ। আর তাতেই রাতারাতি লাখপতি হলেন কাকদ্বীপের মৎস্যজীবীরা। ওই দু’টি তেলিয়া ভোলার দাম উঠেছে প্রায় ৪ লক্ষ টাকা।
*জালে পড়ল দুটি তেলিয়া ভোলা মাছ। আর তাতেই রাতারাতি লাখপতি হলেন কাকদ্বীপের মৎস্যজীবীরা। ওই দু’টি তেলিয়া ভোলার দাম উঠেছে প্রায় ৪ লক্ষ টাকা।
advertisement
2/6
*মাছ দুটির ওজন ছিল প্রায় তিরিশ কিলো। একটি ছেলে ও অন্যটি মেয়ে তেলিয়া ভোলা। মেয়ে মাছটি পাইকারি বাজারে আড়াই হাজার টাকা কিলো, ছেলে মাছটি ১২ হাজার টাকা কিলো দরে তিন লক্ষ ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
*মাছ দুটির ওজন ছিল প্রায় তিরিশ কিলো। একটি ছেলে ও অন্যটি মেয়ে তেলিয়া ভোলা। মেয়ে মাছটি পাইকারি বাজারে আড়াই হাজার টাকা কিলো, ছেলে মাছটি ১২ হাজার টাকা কিলো দরে তিন লক্ষ ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
advertisement
3/6
*এফবি অপু নামের একটি ট্রলার কাকদ্বীপের গয়লার চক থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিল। তাদের জালেই পড়ে মাছ দুটি। দুটি মাছ পাওয়ার পর আনন্দে জাল গুটিয়ে নেন মৎস্যজীবীরা।
*এফবি অপু নামের একটি ট্রলার কাকদ্বীপের গয়লার চক থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিল। তাদের জালেই পড়ে মাছ দুটি। দুটি মাছ পাওয়ার পর আনন্দে জাল গুটিয়ে নেন মৎস্যজীবীরা।
advertisement
4/6
*এই মাছের পটকা বিদেশি বাজারে লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়। ওষুধ-সহ বিভিন্ন মূল্যবান জিনিস তৈরিতে প্রয়োজনে লাগে।
*এই মাছের পটকা বিদেশি বাজারে লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়। ওষুধ-সহ বিভিন্ন মূল্যবান জিনিস তৈরিতে প্রয়োজনে লাগে।
advertisement
5/6
*মেয়ে মাছের তুলনায় ছেলে মাছের দাম বেশি থাকে। মেয়ে তেলিয়া ভোলার পটকা পাতলা থাকায় এই দামের হেরফের দেখা যায়।
*মেয়ে মাছের তুলনায় ছেলে মাছের দাম বেশি থাকে। মেয়ে তেলিয়া ভোলার পটকা পাতলা থাকায় এই দামের হেরফের দেখা যায়।
advertisement
6/6
*মাছ দুটি ডায়মন্ডহারবারের পাইকারি বাজারে বিক্রির পর খুশি মৎস্যজীবীরা। ট্রলারের মাঝি অমল দাস-সহ ট্রলারের অন্যান্য মৎসজীবীরা এই দাম পাওয়ায় বেজায় খুশি।
*মাছ দুটি ডায়মন্ডহারবারের পাইকারি বাজারে বিক্রির পর খুশি মৎস্যজীবীরা। ট্রলারের মাঝি অমল দাস-সহ ট্রলারের অন্যান্য মৎসজীবীরা এই দাম পাওয়ায় বেজায় খুশি।
advertisement
advertisement
advertisement