এমনিতেই বড় ইলিশের স্বাদে পাগল বাঙালি। আর সেই মাছ যদি মেলে দিঘাতেই, তাহলে তো কথাই নেই। এক-দুই নয়, এবার চার কেজি ওজনের এক ইলিশ ধরা পড়েছিল দিঘার সমুদ্রে। চকচকে রুপোর মতো গোটা শরীর। মাছটি মাথা থেকে লেজ পর্যন্ত প্রায় ২ ফুট লম্বা। অন্যান্য ইলিশ মাছের সঙ্গেই এই ইলিশ মাছটিও আসে দিঘা মোহনায়। তবে মাছটির আকার আয়তন দেখেই সকলের তাক লেগে গিয়েছিল।
২০১৯ সালে তিন কিলো ওজনের ইলিশ ঘিরে হইচই পড়ে গিয়েছিল বাংলাদেশের গোয়ালন্দে। দৌলতদিয়ার সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীতে নাথু হালদার নামে এক মৎস্যজীবীর জালে প্রায় তিন কিলোগ্রাম ওজনের ইলিশটি ধরা পড়েছিল। ১৪ হাজার টাকায় সেটি কিনে নিয়েছিলেন স্থানীয় এক মাছ ব্যবসায়ী। তাঁর কাছ থেকে এক ব্যক্তি ১৯ হাজার টাকায় ইলিশ মাছটি কিনে নেন।