অমিত শাহকে খাওয়ালেন, গান শোনালেন! একদিন পরই অনুব্রতয় আস্থা বাসুদেব বাউলের
- Published by:Debamoy Ghosh
Last Updated:
advertisement
advertisement
রবিবার বাসুদেব বাউলকে নিয়েই মধ্যাহ্নভোজ সেরেছিলেন অমিত শাহ৷ এ দিন অবশ্য অনুব্রতর কাছে গিয়ে তাঁর গলায় শোনা যায় অভিযোগের সুর৷ তিনি জানিয়েছেন, লকডাউনে উপার্জন কার্যত বন্ধ ছিল৷ নিজের মেয়েকে অনেক কষ্টে এমএ পাস করাতে পারলেও তাঁর বিএড পড়ার ব্যবস্থা করতে পারেননি৷ ভেবেছিলেন অমিত শাহ বাড়িতে এলে তাঁকে এই সমস্যার কথা জানালে সুরাহা হবে৷ কিন্তু সেই সুযোগই তিনি পাননি৷ Info and Photo-Indrajit Ruj
advertisement
advertisement
advertisement
যদিও অনুব্রতর দাবি উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতা অনুপম হাজরা৷ বাসুদেবেরও অভিযোগও মানতে চাননি তিনি৷ বোলপুরের প্রাক্তন সাংসদের দাবি, বাসুদেবের বাড়িতে প্রায় এক ঘণ্টা ছিলেন অমিত শাহ৷ তাঁর সঙ্গে অনেকক্ষণ কথাও বলেছেন৷ তৃণমূলই ভয় দেখিয়ে বাসুদেব দাস বাউলকে অনুব্রত মণ্ডলের কাছে নিয়ে গিয়ে এই ধরনের অভিযোগ করতে বাধ্য করছে বলে অভিযোগ অনুপমের৷ Info and Photo-Indrajit Ruj