Bankura News: বাঁকুড়ার তিন শিল্প! বাঁকুড়ার পরিচয়, বাঁকুড়ার আইডেন্টিটি
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
জানেন কি বাঁকুড়ার এই তিন শিল্পের কথা! একটি জায়গা করে নিয়েছে ভারতীয় ডাকটিকিতে।
বাঁকুড়ার তিনটি চমৎকার শিল্প! যা দেখলে আপনার বিশ্বাস হবে না। এই শিল্প গুলি বাঁকুড়া জেলার আইডেন্টিটি হয়ে দাঁড়িয়েছে।
advertisement
বাঁকুড়ার শুশুনিয়া গ্রামের পাথর শিল্প। অসাধারণ প্রাচীন একটি শিল্প। এই গ্রামে রয়েছে তিনজন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী।
advertisement
রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী জানান, "ইতিমধ্যেই আমাদের শিল্প জায়গা করে নিয়েছে ভারতীয় ডাকটিকিটে, তার জন্য আমরা গর্বিত।"
advertisement
বাঁকুড়ার কেঞ্জাকুরা গ্রামের কাঠের শিল্প। অসাধারণ এই কাঠের শিল্প পৌঁছে যায় ভারতের প্রতিটি কোনায়।
advertisement
বাঁকুড়ার এই গ্রামে কাঠের শিল্পীর হাত ধরে স্বনির্ভরতার পথ দেখছেন গ্রামের মহিলারা। কাঠের শিল্প দিশা দেখাচ্ছে নতুন ভবিষ্যতের।
advertisement
বাঁকুড়ার রাজগ্রামের তাঁতের গামছা শিল্প। দুর্দান্ত দাঁতের গামছা নরম, মলিন এবং মসৃণ। চামড়ার জন্য খুবই ভাল।
advertisement