দুষ্কৃতীদের ঘুম কেড়ে নিতে দুর্গাপুরে পুলিশের নতুন চাল! আর চোখ এড়ানো যাবে না

Last Updated:
শহর জুড়ে থাকছে পুলিশের গোপন নজরদারি। দুর্গাপুরে নিরপত্তায় আরও সজাগ প্রশাসন।
1/6
হাজারেরও অধিক সিসি টিভি ক্যামেরা দিয়ে দুর্গাপুর শিল্পাঞ্চল মুড়ে ফেলছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। পাশাপাশি শতাধিক গোপন ক্যামেরাও থাকছে শহরের আনাচে-কানাচে। ইতিমধ্যেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়ে গিয়েছে।( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
হাজারেরও অধিক সিসি টিভি ক্যামেরা দিয়ে দুর্গাপুর শিল্পাঞ্চল মুড়ে ফেলছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। পাশাপাশি শতাধিক গোপন ক্যামেরাও থাকছে শহরের আনাচে-কানাচে। ইতিমধ্যেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়ে গিয়েছে। (ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
2/6
দুর্গাপুর মহকুমাজুড়ে বাড়ছে দুষ্কৃতী দৌরাত্ম্য। স্থানীয় থেকে ভিনজেলা ও অন্য রাজ্য থেকে দুষ্কৃতীদের আনাগোনা শুরু হয়েছে। দুষ্কৃতীদের বাড়বাড়ন্তে হতবাক দুর্গাপুরবাসী। আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী মহল।প্রায় নিত্যদিন ঘটছে চুরির নানান ঘটনা।( ছবি ও তথ্য :দীপিকা সরকার)
দুর্গাপুর মহকুমাজুড়ে বাড়ছে দুষ্কৃতী দৌরাত্ম্য। স্থানীয় থেকে ভিনজেলা ও অন্য রাজ্য থেকে দুষ্কৃতীদের আনাগোনা শুরু হয়েছে। দুষ্কৃতীদের বাড়বাড়ন্তে হতবাক দুর্গাপুরবাসী। আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী মহল।প্রায় নিত্যদিন ঘটছে চুরির নানান ঘটনা। ( ছবি ও তথ্য :দীপিকা সরকার)
advertisement
3/6
দুষ্কৃতী দৌরাত্ম্য কমাতে ২০১৭ সালে দুর্গাপুরের বেশকিছু গুরুত্বপূর্ণ এলাকায় পুলিসের পক্ষ থেকে সিসিটিভি ক্যামেরা বসান হয়েছিল। বর্তমানে প্রায় হাজারের অধিক সিসি ক্যামেরা রয়েছে।জনগণের স্বার্থে পুলিশের নজরদারি আরও জোরদার করতে দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ নিজের সাংসদ তহবিল থেকে ৩০ লক্ষ টাকা দিয়েছেন। ( অভি ও তথ্য :দীপিকা সরকার)
দুষ্কৃতী দৌরাত্ম্য কমাতে ২০১৭ সালে দুর্গাপুরের বেশকিছু গুরুত্বপূর্ণ এলাকায় পুলিসের পক্ষ থেকে সিসিটিভি ক্যামেরা বসান হয়েছিল। বর্তমানে প্রায় হাজারের অধিক সিসি ক্যামেরা রয়েছে। জনগণের স্বার্থে পুলিশের নজরদারি আরও জোরদার করতে দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ নিজের সাংসদ তহবিল থেকে ৩০ লক্ষ টাকা দিয়েছেন। ( অভি ও তথ্য :দীপিকা সরকার)
advertisement
4/6
পুলিশ দুষ্কৃতী কার্যকলাপ বন্ধ করতে কড়া পদক্ষেপ নেয়। দুষ্কৃতীদের গতিবিধি লক্ষ্য করতে গোপন ক্যামেরা ও সিসি ক্যামেরা ক্যামেরা বসান শুরু হয়। ইতিমধ্যেই চুরি যাওয়া বেশ কয়েকটি দুষ্কৃতীমূলক কার্যকলাপের কিনারা করেছে। গ্রেপ্তার হয়েছে বহু দুষ্কৃতী।(ছবি ও তথ্য : দীপিকা সরকার)
পুলিশ দুষ্কৃতী কার্যকলাপ বন্ধ করতে কড়া পদক্ষেপ নেয়। দুষ্কৃতীদের গতিবিধি লক্ষ্য করতে গোপন ক্যামেরা ও সিসি ক্যামেরা ক্যামেরা বসান শুরু হয়। ইতিমধ্যেই চুরি যাওয়া বেশ কয়েকটি দুষ্কৃতীমূলক কার্যকলাপের কিনারা করেছে। গ্রেফতার হয়েছে বহু দুষ্কৃতী। (ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
5/6
স্থানীয় বাসিন্দা সঞ্জীব গোপ বলেন, পুলিশ সিসি ক্যামেরা বসিয়েছে। এতে দুষ্কর্ম অনেকটাই কমবে বলে আমরা আশাবাদী। দুর্গাপুর চেম্বর অব কমার্সের কোষাধ্যক্ষ অনিরুদ্ধ শ্যাম বলেন, রানিগঞ্জে ডাকাতির পর আমরা আতঙ্কে ভুগছি। পুলিস নজরদারি বাড়ালে ও সিসি ক্যামের বসানোতে অসামাজিক ও দুষ্কৃতীমূলক কার্যকলাপ কমবে।( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
স্থানীয় বাসিন্দা সঞ্জীব গোপ বলেন, পুলিশ সিসি ক্যামেরা বসিয়েছে। এতে দুষ্কর্ম অনেকটাই কমবে বলে আমরা আশাবাদী। দুর্গাপুর চেম্বর অব কমার্সের কোষাধ্যক্ষ অনিরুদ্ধ শ্যাম বলেন, রানিগঞ্জে ডাকাতির পর আমরা আতঙ্কে ভুগছি। পুলিস নজরদারি বাড়ালে ও সিসি ক্যামের বসানোতে অসামাজিক ও দুষ্কৃতীমূলক কার্যকলাপ কমবে। ( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
6/6
আসানসোল-দুর্গাপুর পুলিস কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, বহু সিসি ক্যামেরা বসান হয়েছে।গোপন ক্যামেরাও রয়েছে। কোনওরকম দুষ্কৃতীমূলক কার্যকলাপ বরদাস্ত করা হবে না।(ছবি ও তথ্য: দীপিকা সরকার)
আসানসোল-দুর্গাপুর পুলিস কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, বহু সিসি ক্যামেরা বসান হয়েছে। গোপন ক্যামেরাও রয়েছে। কোনওরকম দুষ্কৃতীমূলক কার্যকলাপ বরদাস্ত করা হবে না। (ছবি ও তথ্য: দীপিকা সরকার)
advertisement
advertisement
advertisement