দুষ্কৃতীদের ঘুম কেড়ে নিতে দুর্গাপুরে পুলিশের নতুন চাল! আর চোখ এড়ানো যাবে না
- Reported by:Dipika Sarkar
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
শহর জুড়ে থাকছে পুলিশের গোপন নজরদারি। দুর্গাপুরে নিরপত্তায় আরও সজাগ প্রশাসন।
advertisement
advertisement
দুষ্কৃতী দৌরাত্ম্য কমাতে ২০১৭ সালে দুর্গাপুরের বেশকিছু গুরুত্বপূর্ণ এলাকায় পুলিসের পক্ষ থেকে সিসিটিভি ক্যামেরা বসান হয়েছিল। বর্তমানে প্রায় হাজারের অধিক সিসি ক্যামেরা রয়েছে। জনগণের স্বার্থে পুলিশের নজরদারি আরও জোরদার করতে দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ নিজের সাংসদ তহবিল থেকে ৩০ লক্ষ টাকা দিয়েছেন। ( অভি ও তথ্য :দীপিকা সরকার)
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দা সঞ্জীব গোপ বলেন, পুলিশ সিসি ক্যামেরা বসিয়েছে। এতে দুষ্কর্ম অনেকটাই কমবে বলে আমরা আশাবাদী। দুর্গাপুর চেম্বর অব কমার্সের কোষাধ্যক্ষ অনিরুদ্ধ শ্যাম বলেন, রানিগঞ্জে ডাকাতির পর আমরা আতঙ্কে ভুগছি। পুলিস নজরদারি বাড়ালে ও সিসি ক্যামের বসানোতে অসামাজিক ও দুষ্কৃতীমূলক কার্যকলাপ কমবে। ( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement








