Child fever in Hoogly|| হুগলি-চুৃঁচুড়ার হাসপাতালে ভর্তি ৬৪ শিশু, আতঙ্কের প্রহর গুনছেন অভিভাবকেরা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Viral fever effected 68 children admitted different hospitals in Hoogly: হুগলি জেলা হাসপাতাল, চুৃঁচুড়া ইমামবাড়ায় এই মুহূর্তে ৬৪ জন শিশু ভর্তি আছে জ্বর নিয়ে। সবাই ভাইরাল ফিভারে আক্রান্ত। একজনের ডেঙ্গু ধরা পড়েছে।
advertisement
advertisement
*গতকালই হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভুঁইয়া হাসপাতাল সুপার ও ব্লক হাসপাতালের বিএমওএইচদের নিয়ে জরুরি বৈঠক করেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে শিশুদের চিকিৎসায় বিশেষ জোর দেওয়া হয়, এই সময় যে শিশুই জ্বরের উপসর্গ নিয়ে আসছে, তাদের করোনা ও ডেঙ্গু পরীক্ষা করার পাশাপাশি জ্বরের কারণ খতিয়ে দেখা হচ্ছে। ফাইল ছবি।
advertisement
advertisement