

প্রতিবারের মতো এবছরও বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২০ শিরোপা পাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ১৭টি পজো কমিটি। সেরা পূজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ ছাড়াও এবারে সেরা কোভিড সচেতনতা পূজো বিভাগ অন্তভূক্ত হয়েছে।


আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা শাসক পি উলগানথ এক সাংবাদিক সম্মেলনে জানান, নতুন ছটি পূজো সংগঠন এবার পুরস্কৃত হল।


জেলায় যেকটি পুজো কমিটি প্রতিযোগিতায় অংশ নেয় তাদের পুজো মণ্ডপ জেলা শাসক সহ অন্যান্য আধিকারিক বৃন্দ সরজমিনে গিয়ে আদালতের নির্দেশ সহ অন্যান্য নিয়ম সম্পর্কে সচেতন করেন।


জেলার তথ্য আধিকারিক লিপিকা বন্দোপাধ্যায় জানান, গতবারের তুলনায় এবার পুজোয় প্রতিযোগীর আবেদন সংখ্যা কম । এছাড়াও আজ থেকে আগামী ২২তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর মে নিম্নচাপ সৃষ্টি হয়েছে এরফলে যে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে সেবিষয়ে জেলা প্রশাসন প্রস্তুত বলে জানালেন জেলা শাসক।