প্রবল ঝড়ের তাণ্ডব চলবে রাজ্যে। পূর্বাভাস হাওয়া অফিসের। মঙ্গলবার ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে যার ফলে ২৩ থেকে ২৭ মে টানা পাঁচ দিন রাজ্যে প্রবল ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে৷ সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে।( প্রতিবেদন: শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়)