Rs 20 Lakhs Fish Price: ওজনে ৭১ কেজির বেশি তেলিয়া ভোলা মাছ! দাম ছাড়াল ২০ লক্ষ টাকা

Last Updated:
Telia Bhola Fish: প্রসঙ্গত, স্ত্রী, পুরুষ ছাড়াও উভয় লিঙ্গেরও হয়ে থাকে এই প্রজাতির ভোলা। আর এই উভয় লিঙ্গের তেলিয়ার স্থানীয় নাম খচ্চর ভোলা। এই ধরনের ভোলার পেটে থাকা অন্ত্র বা পটকা দীর্ঘতম হওয়ায় অত্যন্ত মূল্যবান এই মাছ।
1/6
আবারও খুশির জোয়ার দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে। এবার ইলিশ না, তেলিয়া ভোলা মাছের খুশির জোয়ারে ভাসলেন দিঘা মোহনার মৎস্যজীবী থেকে ট্রলার মালিকেরা।(Saikat Shee)
আবারও খুশির জোয়ার দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে। এবার ইলিশ না, তেলিয়া ভোলা মাছের খুশির জোয়ারে ভাসলেন দিঘা মোহনার মৎস্যজীবী থেকে ট্রলার মালিকেরা।(Saikat Shee)
advertisement
2/6
এমনিতেও ভোলা মাছ জালে পড়লে খুশি হয় ট্রলারের জেলে মাঝি সহ ট্রলার মালিকেরা। কারণ এই তেলিয়া ভোলা মাছের বাজার মূল্য অনেক বেশি। চাহিদা প্রবল থাকায় অনেক দামে বিকোয় এই মাছ। ফলে যে ট্রলারে তেলিয়া ভোলা মাছ ধরা পড়ে তার মালিক সহ জেলে মাঝিরা খুশিতে ফেটে পড়েন। 
এমনিতেও ভোলা মাছ জালে পড়লে খুশি হয় ট্রলারের জেলে মাঝি সহ ট্রলার মালিকেরা। কারণ এই তেলিয়া ভোলা মাছের বাজার মূল্য অনেক বেশি। চাহিদা প্রবল থাকায় অনেক দামে বিকোয় এই মাছ। ফলে যে ট্রলারে তেলিয়া ভোলা মাছ ধরা পড়ে তার মালিক সহ জেলে মাঝিরা খুশিতে ফেটে পড়েন। 
advertisement
3/6
দিঘা মোহনায় বিপুল তেলিয়া ভোলা মাছ পেয়ে খুশি এক ট্রলার মালিক। একটা দুটো নয়, মোট ৭টি তেলিয়া ভোলা মাছ উঠল নন্দীগ্রামের এক ট্রলারে। ৩ টি মাছের ওজন প্রায় ৭১ কেজির ওপরে। আর ৪ টির ওজন ৫১ কেজি। দাম উঠল প্রতি কেজি প্রায় ১৭ হাজার টাকা। মোট কুড়ি লক্ষ টাকার বেশি দামে বিক্রি হল তেলিয়া ভোলা মাছ। তেলিয়া ভোলা মাছ ওষুধ তৈরীর কাজে ব্যবহৃত হওয়ার কারণে বিদেশেও রপ্তানি করা হয়।
দিঘা মোহনায় বিপুল তেলিয়া ভোলা মাছ পেয়ে খুশি এক ট্রলার মালিক। একটা দুটো নয়, মোট ৭টি তেলিয়া ভোলা মাছ উঠল নন্দীগ্রামের এক ট্রলারে। ৩ টি মাছের ওজন প্রায় ৭১ কেজির ওপরে। আর ৪ টির ওজন ৫১ কেজি। দাম উঠল প্রতি কেজি প্রায় ১৭ হাজার টাকা। মোট কুড়ি লক্ষ টাকার বেশি দামে বিক্রি হল তেলিয়া ভোলা মাছ। তেলিয়া ভোলা মাছ ওষুধ তৈরীর কাজে ব্যবহৃত হওয়ার কারণে বিদেশেও রপ্তানি করা হয়।
advertisement
4/6
তাই এই মাছের দাম সবসময়ই ভাল থাকে। উল্লেখ্য, সাধারণভাবে মৎস্যজীবীদের জালে এক-দুটো তেলিয়া ভোলা মাছ ধরা পড়লেই বাজারে হইচই পড়ে যায়। এদিন তেলিয়া ভোলা মাছ জালে পড়ার খবর রটতেই মাছ দেখতে দিঘা মোহনায় ভিড় জমান উৎসুক মৎস্যজীবী থেকে পর্যটকেরা। প্রসঙ্গত, স্ত্রী, পুরুষ ছাড়াও উভয় লিঙ্গেরও হয়ে থাকে এই প্রজাতির ভোলা।
তাই এই মাছের দাম সবসময়ই ভাল থাকে। উল্লেখ্য, সাধারণভাবে মৎস্যজীবীদের জালে এক-দুটো তেলিয়া ভোলা মাছ ধরা পড়লেই বাজারে হইচই পড়ে যায়। এদিন তেলিয়া ভোলা মাছ জালে পড়ার খবর রটতেই মাছ দেখতে দিঘা মোহনায় ভিড় জমান উৎসুক মৎস্যজীবী থেকে পর্যটকেরা। প্রসঙ্গত, স্ত্রী, পুরুষ ছাড়াও উভয় লিঙ্গেরও হয়ে থাকে এই প্রজাতির ভোলা।
advertisement
5/6
আর এই উভয় লিঙ্গের তেলিয়ার স্থানীয় নাম খচ্চর ভোলা। এই ধরনের ভোলার পেটে থাকা অন্ত্র বা পটকা দীর্ঘতম হওয়ায় অত্যন্ত মূল্যবান এই মাছ। ব্যবসায়ীরা জানান, মাছের এই অন্ত্র ওষুধের ক্যাপসুল তৈরির কাজে লাগে। সহজে দ্রবীভূত হওয়ায় বহুজাতিক ওষুধ কোম্পানির তরফে কিনে নেওয়া হয়। তবে অন্যান্য ভোলার মতই খচ্চর ভোলারও স্ত্রী মাছের তুলনায় পুরুষ মাছের পটকা দীর্ঘ হওয়ায় পুরুষ মাছের কেজি প্রতি দাম বেশি হয়।
আর এই উভয় লিঙ্গের তেলিয়ার স্থানীয় নাম খচ্চর ভোলা। এই ধরনের ভোলার পেটে থাকা অন্ত্র বা পটকা দীর্ঘতম হওয়ায় অত্যন্ত মূল্যবান এই মাছ। ব্যবসায়ীরা জানান, মাছের এই অন্ত্র ওষুধের ক্যাপসুল তৈরির কাজে লাগে। সহজে দ্রবীভূত হওয়ায় বহুজাতিক ওষুধ কোম্পানির তরফে কিনে নেওয়া হয়। তবে অন্যান্য ভোলার মতই খচ্চর ভোলারও স্ত্রী মাছের তুলনায় পুরুষ মাছের পটকা দীর্ঘ হওয়ায় পুরুষ মাছের কেজি প্রতি দাম বেশি হয়।
advertisement
6/6
চলতি বছরের জুন মাসের শেষের দিকে একটি বৃহৎ আকারে তেলিয়া ভোলা মাছ ধরা পড়েছিল। সেবার একটি তেলিয়া ভোলা মাছের দাম ছাড়িয়ে গিয়েছিল প্রায় ১৩ লক্ষ টাকা। এবার কুড়ি লক্ষ টাকার তেলিয়া ভোলা মাছ ধরা পড়ল এক মাসের মধ্যে আবারও তেলিয়া ভোলা মাছ ধরা পড়ায় খুশি মৎস্যজীবীরা।
চলতি বছরের জুন মাসের শেষের দিকে একটি বৃহৎ আকারে তেলিয়া ভোলা মাছ ধরা পড়েছিল। সেবার একটি তেলিয়া ভোলা মাছের দাম ছাড়িয়ে গিয়েছিল প্রায় ১৩ লক্ষ টাকা। এবার কুড়ি লক্ষ টাকার তেলিয়া ভোলা মাছ ধরা পড়ল এক মাসের মধ্যে আবারও তেলিয়া ভোলা মাছ ধরা পড়ায় খুশি মৎস্যজীবীরা।
advertisement
advertisement
advertisement