East Midnapore News: ঐতিহ্য মেনে তমলুক মহাপ্রভু মন্দিরের রথযাত্রা উৎসব, দেখুন ফটো

Last Updated:
রথযাত্রা উপলক্ষে তমলুকের মহাপ্রভু মন্দিরে অনুষ্ঠিত হয়ছাপান্ন ভোগ ও চৌষট্টি মহান্তভোগ আরাধনা। এছাড়াও প্রতিদিন বৈষ্ণব ব্রাহ্মণ সেবা ও দিন দরিদ্র দুস্থ সেবা এবং সকল ভক্তবৃন্দের জন্য অন্নদানের ব্যবস্থা করা হয়।
1/6
#তমলুক: পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন শহর তমলুক। প্রাচীন এই তমলুকের অন্যতম প্রাচীন মন্দির হল শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জীউর মন্দির। এই মন্দিরে জগন্নাথ দেবের রথ সাড়ম্বরে আয়োজন করা হল।প্রাচীনত্বের দিক থেকে দেখতে গেলে তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরের রথ জেলার অন্যান্য রথের চেয়ে প্রাচীন। করোনার কারণে পরপর দু'বছর বন্ধ থাকার পর এ বছর সাড়ম্বরে আয়োজন করা হয় রথযাত্রা উৎসবের।
#তমলুক: পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন শহর তমলুক। প্রাচীন এই তমলুকের অন্যতম প্রাচীন মন্দির হল শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জীউর মন্দির। এই মন্দিরে জগন্নাথ দেবের রথ সাড়ম্বরে আয়োজন করা হল।প্রাচীনত্বের দিক থেকে দেখতে গেলে তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরের রথ জেলার অন্যান্য রথের চেয়ে প্রাচীন। করোনার কারণে পরপর দু'বছর বন্ধ থাকার পর এ বছর সাড়ম্বরে আয়োজন করা হয় রথযাত্রা উৎসবের।
advertisement
2/6
১ জুলাই শুক্রবার তিথি মেনে এই রথের উদ্বোধন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তমলুক মহাপ্রভু গৌরাঙ্গ মন্দির রথযাত্রা উপলক্ষে দশ দিনের শ্রী জগন্নাথ মহোৎসবের আয়োজন করা হয়।তমলুকের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জীউর মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মন্দিরে এসে রথযাত্রার রীতিনীতি মেনেই জগন্নাথ দেব রাজপথে বেরানোর পূর্বে ঝাড়ু দিয়ে মার্জন করেন।
১ জুলাই শুক্রবার তিথি মেনে এই রথের উদ্বোধন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তমলুক মহাপ্রভু গৌরাঙ্গ মন্দির রথযাত্রা উপলক্ষে দশ দিনের শ্রী জগন্নাথ মহোৎসবের আয়োজন করা হয়।তমলুকের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জীউর মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মন্দিরে এসে রথযাত্রার রীতিনীতি মেনেই জগন্নাথ দেব রাজপথে বেরানোর পূর্বে ঝাড়ু দিয়ে মার্জন করেন।
advertisement
3/6
এর পাশাপাশি আরতি দেখিয়ে নারকেল ফাটিয়ে রথের শুভ উদ্বোধন করেন। তিনটি পৃথক রথে চড়ে জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি তমলুক রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রথের প্রাচীন ঐতিহ্যকে তুলে ধরতে রথের সম্মুখে অনুষ্ঠিত হয় পুুরীধামের প্রসিদ্ধ নৃত্যকলা ও ভক্তিগীতি।
এর পাশাপাশি আরতি দেখিয়ে নারকেল ফাটিয়ে রথের শুভ উদ্বোধন করেন। তিনটি পৃথক রথে চড়ে জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি তমলুক রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রথের প্রাচীন ঐতিহ্যকে তুলে ধরতে রথের সম্মুখে অনুষ্ঠিত হয় পুুরীধামের প্রসিদ্ধ নৃত্যকলা ও ভক্তিগীতি।
advertisement
4/6
রথযাত্রা উপলক্ষে তমলুকের মহাপ্রভু মন্দিরে অনুষ্ঠিত হয়ছাপান্ন ভোগ ও চৌষট্টি মহান্তভোগ আরাধনা। এছাড়াও প্রতিদিন বৈষ্ণব ব্রাহ্মণ সেবা ও দিন দরিদ্র দুস্থ সেবা এবং সকল ভক্তবৃন্দের জন্য অন্নদানের ব্যবস্থা করা হয়।
রথযাত্রা উপলক্ষে তমলুকের মহাপ্রভু মন্দিরে অনুষ্ঠিত হয়ছাপান্ন ভোগ ও চৌষট্টি মহান্তভোগ আরাধনা। এছাড়াও প্রতিদিন বৈষ্ণব ব্রাহ্মণ সেবা ও দিন দরিদ্র দুস্থ সেবা এবং সকল ভক্তবৃন্দের জন্য অন্নদানের ব্যবস্থা করা হয়।
advertisement
5/6
তমলুকের মহাপ্রভু মন্দিরে রথযাত্রা উৎসবে সামিল হওয়ার আগে দুর্ঘটনার কবলে পড়ে বিরোধী দলনেতার কনভয়। বিভিন্ন এলাকায় রথযাত্রা উৎসবে সামিল হওয়ার জন্য কাঁথির বাড়ি থেকে বেরিয়ে নন্দকুমার দীঘা ১১৬ বি জাতীয় সড়কে মারিশদা থানা এলাকার দূরমুটের কাছে দুর্ঘটনার কবলে পড়ে বিরোধী দলনেতার কনভয়।
তমলুকের মহাপ্রভু মন্দিরে রথযাত্রা উৎসবে সামিল হওয়ার আগে দুর্ঘটনার কবলে পড়ে বিরোধী দলনেতার কনভয়। বিভিন্ন এলাকায় রথযাত্রা উৎসবে সামিল হওয়ার জন্য কাঁথির বাড়ি থেকে বেরিয়ে নন্দকুমার দীঘা ১১৬ বি জাতীয় সড়কে মারিশদা থানা এলাকার দূরমুটের কাছে দুর্ঘটনার কবলে পড়ে বিরোধী দলনেতার কনভয়।
advertisement
6/6
যদিও তমলুকের রথযাত্রা উৎসবে সামিল হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, '‘এখানে সনাতনীদের ব্যাপক উৎসাহ এই রথযাত্রাকে কেন্দ্র করে। এবং আমি এ বছরই নয় এর পূর্বেও সাত থেকে আট বছর ধরে এই মন্দিরে আসছি।’’তবে এদিন কোন রাজনৈতিক প্রশ্নের উত্তর না দিয়েই তিনি বলেন, '‘আজ কোন পলিটিক্যাল নয়, আজ শুধুমাত্র জয় জগন্নাথ।'’তমলুকের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জিওর মন্দির এর রথযাত্রার উদ্বোধন করলেও তিনি রথের দড়িনা টেনে শুধুমাত্র রথযাত্রার উদ্বোধন করেই তিনিতড়িঘড়ি করেই বেরিয়ে যান মন্দির থেকে। Input-Saikat Shee
যদিও তমলুকের রথযাত্রা উৎসবে সামিল হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, '‘এখানে সনাতনীদের ব্যাপক উৎসাহ এই রথযাত্রাকে কেন্দ্র করে। এবং আমি এ বছরই নয় এর পূর্বেও সাত থেকে আট বছর ধরে এই মন্দিরে আসছি।’’তবে এদিন কোন রাজনৈতিক প্রশ্নের উত্তর না দিয়েই তিনি বলেন, '‘আজ কোন পলিটিক্যাল নয়, আজ শুধুমাত্র জয় জগন্নাথ।'’তমলুকের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জিওর মন্দির এর রথযাত্রার উদ্বোধন করলেও তিনি রথের দড়িনা টেনে শুধুমাত্র রথযাত্রার উদ্বোধন করেই তিনিতড়িঘড়ি করেই বেরিয়ে যান মন্দির থেকে। Input-Saikat Shee
advertisement
advertisement
advertisement