মহালয়ায় কি অমাবস্যার ভরা কোটালে আবারও কি জলোচ্ছ্বাসে ভাসবে দিঘা, পুজোয় কেমন থাকবে দিঘার আবহাওয়া
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Digha Weather Forecast : আবহাওয়ার বড় কোন পরিবর্তন ছাড়া আগামী দু-তিন দিন দিঘার আকাশ আংশিক মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement
রবিবার অমাবস্যার ভরা কোটাল। রবিবার মহালয়া, তবে মহালয়ার দিন ভরা কোটালে জোয়ারের সময় দিঘা ভাসবে কি জলোচ্ছ্বাসে! আপাতত আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে দিঘার আকাশে বড় কোনও দুর্যোগের আশঙ্কা নেই। কিন্তু বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কখনও রোদ, কখনও বৃষ্টি আবার কখনও বা কালো মেঘের আড়ালে লুকিয়ে পড়ছে সূর্য।
advertisement
দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় রোদ বৃষ্টির খেলা। আবহাওয়া দফতর খবর অনুযায়ী নিম্নচাপ সরলেও দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে মেঘ ও সূর্যের লুকোচুরি খেলা। জেলা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি। পুজোর আগে বৃষ্টির কারণে সমস্যায় পড়েছেন প্রতিমা শিল্পী থেকে ব্যবসায়ীরা। মহালয়াতেও দিঘা-সহ মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা যায় আবহাওয়া দফতর সূত্রে।
advertisement
সামনেই দুর্গাপুজো, দুর্গাপুজোয় মানুষের আশঙ্কা আছেই আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে। পুজোর কটা দিন রোদ ঝলমলে আকাশ, না মেঘ বাদলের দিন এই নিয়ে চিন্তায় বাঙালি। বাঙালির দুর্গাপুজোয় শুধু হইহুল্লোড় নয়, সঙ্গে পুজোর ছুটিতে বেড়াতে যাওয়াও আছে। এমনিতেই বাঙালি ভ্রমণপ্রিয় তার উপর পুজোর ছুটিতে ঘুরতে যাওয়া হবে না, তা ভাবতেই পারে না বাঙালি। কেউ দূরে কোথাও, কারওর বা কাছাকাছি পুজোর ছুটিতে ঘুরতে যাওয়া চাই।
advertisement
পুজোর ছুটি উপলক্ষে দিঘায় এখনই হোটেলে ঘর খালি নেই। পুজোর ছুটিতে দিঘায় ভিড় উপচে পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। আবহাওয়ার বড় কিছু পরিবর্তন ছাড়া দুর্গাপুজোয় ভারী বৃষ্টির সম্ভবনা নেই, তবে পুজোর সময় দিঘায় হলকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দুর্গাপুজো শুরুর আগে মহালয়াতে বৃষ্টির সম্ভাবনা দিঘায়।
advertisement
advertisement
advertisement