প্রতি শুক্রবার এইভাবে পুজো করুন সন্তোষী মায়ের, সমস্ত অভাব অনটন মিটে যাবে--
Last Updated:
হিন্দু শাস্ত্রে সপ্তাহের প্রতিটি দিন কোনও না কোনও দেব- দেবীর আরধনার জন্য বরাদ্দ রয়েছে। বিশ্বাস করা হয়, শুক্রবার উপোস করে সন্তোষী মায়ের আরাধনা করলে,গৃহস্থের মঙ্গল হয়। বাড়িতে পজেটিভ শক্তির মাত্রা বৃদ্ধি পায়, অশান্তি ধারেকাছে ঘেঁষে না, পড়াশোনা কিংবা কার্যক্ষেত্র... সবতেই উন্নতি হয়, সমস্ত অভাব অনটন ঘুঁচে যায় ! কারণ-- Photo Source: Collected Representative image
advertisement
এমনটা বিশ্বাস, শুক্রবার উপোস করে সন্তোষী মায়ের পুজো করলে শুক্র গ্রহের সুপ্রভাবে পড়ে। সেই সঙ্গে জন্মকুষ্টিতে শুক্রের খারাপ প্রভাবও কাটতে থাকে। ফলে রোগ-ব্যাধির প্রকোপ যেমন কেটে যায়, তেমনি পরিবারে সুখ, সমৃদ্ধি আসে। পাশাপাশি, শুক্রের প্রভাবে দাম্পত্য জীবন আনন্দে ভরে ওঠে। টাকার বন্যা আসে। Photo Source: Collected Representative image
advertisement
এমনটা বিশ্বাস, শুক্রবার উপোস করে সন্তোষী মায়ের পুজো করলে শুক্র গ্রহের সুপ্রভাবে পড়ে। সেই সঙ্গে জন্মকুষ্টিতে শুক্রের খারাপ প্রভাবও কাটতে থাকে। ফলে রোগ-ব্যাধির প্রকোপ যেমন কেটে যায়, তেমনি পরিবারে সুখ, সমৃদ্ধি আসে। পাশাপাশি, শুক্রের প্রভাবে দাম্পত্য জীবন আনন্দে ভরে ওঠে। টাকার বন্যা আসে। Photo Source: Collected Representative image
advertisement
advertisement
কীভাবে মায়ের পুজো করবেন ? হিন্দু শাস্ত্রমতে, শুক্রবার সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে, চানা এবং গুড়, দুটো থালায় সাজিয়ে মায়ের সামনে রাখুন। মাকে ফুল দিয়ে সাজিয়ে ধূপ-ধুনো জ্বালিয়ে নিন। পুজো শেষ হলে প্রসাদ নিবেদন করুন। সারা দিন উপোস করে সূর্যাস্তের পরই খাবার খান। Photo Source: Collected Representative image
advertisement