Mahakumbh Viral News: মহাকুম্ভে স্নান করতে গিয়েছিলেন মহিলা, গঙ্গাজলের জায়গায় নিয়ে এলেন এমন একটি জিনিস, কোটি মানুষ দেখেনইনি

Last Updated:
Mahakumbh Viral News: কোন জিনিস সংসারে কতটা দরকারি, এটা মহিলাদের চেয়ে ভালো কেউ বোঝে না। যা প্রায়ই অপ্রয়োজনীয় মনে করে ফেলে দেওয়া হয়, মহিলারা তা-ও ব্যবহার করতে পরেন নেন। এরই একটি উদাহরণ মহাকুম্ভে দেখা গিয়েছে।
1/5
কোন জিনিস সংসারে কতটা দরকারি, এটা মহিলাদের চেয়ে ভালো কেউ বোঝে না। যা প্রায়ই অপ্রয়োজনীয় মনে করে ফেলে দেওয়া হয়, মহিলারা তা-ও ব্যবহার করতে পরেন নেন। এরই একটি উদাহরণ মহাকুম্ভে দেখা গিয়েছে।
কোন জিনিস সংসারে কতটা দরকারি, এটা মহিলাদের চেয়ে ভালো কেউ বোঝে না। যা প্রায়ই অপ্রয়োজনীয় মনে করে ফেলে দেওয়া হয়, মহিলারা তা-ও ব্যবহার করতে পরেন নেন। এরই একটি উদাহরণ মহাকুম্ভে দেখা গিয়েছে।
advertisement
2/5
বিভিন্ন দাবি অনুযায়ী প্রয়াগরাজে চলা মহাকুম্ভে এখন পর্যন্ত ৫৪ কোটির বেশি মানুষ স্নান করেছেন। এত ভক্তদের মধ্যে অনেকেই স্নান করার পর ত্রিবেণীর সঙ্গমের জল নিয়ে বাড়ি ফিরে গেছেন।
বিভিন্ন দাবি অনুযায়ী প্রয়াগরাজে চলা মহাকুম্ভে এখন পর্যন্ত ৫৪ কোটির বেশি মানুষ স্নান করেছেন। এত ভক্তদের মধ্যে অনেকেই স্নান করার পর ত্রিবেণীর সঙ্গমের জল নিয়ে বাড়ি ফিরে গেছেন।
advertisement
3/5
কিন্তু এমন এক জিনিস এক মহিলা সেখানে খুঁজে পেলেন যা এই কোটি কোটি মানুষের চোখে পড়েনি। কুম্ভে স্নান করতে গিয়ে ওই মহিলার চোখে পড়ে জিনিসটি।
কিন্তু এমন এক জিনিস এক মহিলা সেখানে খুঁজে পেলেন যা এই কোটি কোটি মানুষের চোখে পড়েনি। কুম্ভে স্নান করতে গিয়ে ওই মহিলার চোখে পড়ে জিনিসটি।
advertisement
4/5
সকলে যেখানে কুম্ভস্নানে ব্যস্ত ছিলেন, সেখানে সঙ্গমের দিকে যেতে যেতে তাঁর নজর যায় রাস্তার ধারে জন্মানো ঘাসের উপর। অনেকেই সাধারণ ঘাস মনে করে সেদিকে ফিরে তাকাননি, কিন্তু আসলে সেখানে ছিল প্রচুর বেথুয়া শাক।
সকলে যেখানে কুম্ভস্নানে ব্যস্ত ছিলেন, সেখানে সঙ্গমের দিকে যেতে যেতে তাঁর নজর যায় রাস্তার ধারে জন্মানো ঘাসের উপর। অনেকেই সাধারণ ঘাস মনে করে সেদিকে ফিরে তাকাননি, কিন্তু আসলে সেখানে ছিল প্রচুর বেথুয়া শাক।
advertisement
5/5
বিভিন্ন রাজ্যের মানুষ এই শাক খুবই পছন্দ করেন। অনেক জায়গায় এই শাকের দাম অনেক বেশি। মহিলারা যখন বেথুয়া শাক দেখতে পান, তখন তুলে ব্যাগে ভরতে শুরু করেন।
বিভিন্ন রাজ্যের মানুষ এই শাক খুবই পছন্দ করেন। অনেক জায়গায় এই শাকের দাম অনেক বেশি। মহিলারা যখন বেথুয়া শাক দেখতে পান, তখন তুলে ব্যাগে ভরতে শুরু করেন।
advertisement
advertisement
advertisement