Why Crows Make Noise: নিশুতি রাতে বাড়ির পাশে কাক ডাকছে? কেন? বিজ্ঞানসন্মত কারণ জানলে চমকে যাবেন

Last Updated:
Why Crows Make Noise: অনেকেই এই কাকের ডাককে অনেকেই অশুভ বলে কল্পনা করেন৷
1/5
নিশুতি রাতে অনেক সময়েই বাড়ির পাশে আপনি শুনতে পান কাকের ডাক৷ মনে হতে পারে, নিশুতি রাতে কেন কাক ডাকছে? অনেকেই এই কাকের ডাককে অনেকেই অশুভ বলে কল্পনা করেন৷ কিন্তু এই কাকের ডাকের কয়েকটি কারণ আছে৷ (প্রতীকী ছবি)
নিশুতি রাতে অনেক সময়েই বাড়ির পাশে আপনি শুনতে পান কাকের ডাক৷ মনে হতে পারে, নিশুতি রাতে কেন কাক ডাকছে? অনেকেই এই কাকের ডাককে অনেকেই অশুভ বলে কল্পনা করেন৷ কিন্তু এই কাকের ডাকের কয়েকটি কারণ আছে৷ (প্রতীকী ছবি)
advertisement
2/5
সাধারণত মিলনে উৎসাহী কাক মিলনের মরশুমে এমন ডাক ডাকে৷ সাধারণ বসন্ত কালে মাঝরাতে এই কারণে অনেক সময় কাকের ডাক শোনা যায়৷ সেই ডাক আলাদা ভাবে চিহ্নিত করা সম্ভব৷ এ ছাড়া রাতে, হঠাৎ করে কোনও শিকার নিয়ে ভয় পেলে কাক ডেকে ওঠে৷ শিকারিকে দূরে পাঠাতে এই পরিকল্পনা করে কাক৷ (প্রতীকী ছবি)
সাধারণত মিলনে উৎসাহী কাক মিলনের মরশুমে এমন ডাক ডাকে৷ সাধারণ বসন্ত কালে মাঝরাতে এই কারণে অনেক সময় কাকের ডাক শোনা যায়৷ সেই ডাক আলাদা ভাবে চিহ্নিত করা সম্ভব৷ এ ছাড়া রাতে, হঠাৎ করে কোনও শিকার নিয়ে ভয় পেলে কাক ডেকে ওঠে৷ শিকারিকে দূরে পাঠাতে এই পরিকল্পনা করে কাক৷ (প্রতীকী ছবি)
advertisement
3/5
অনেক সময় দেখা যায় কাকের বাচ্চা যদি অন্য কোনও শিকারি পাখি টেনে নিয়ে যায়, তা হলে অনেকসময় কাক চিৎকার করে৷ শিকারির অবস্থান আগে থেকে বুঝতে পারে না কাক৷ পরে, যখন দেখতে পায়, তখন চেঁচিয়ে ওঠে৷ (প্রতীকী ছবি)
অনেক সময় দেখা যায় কাকের বাচ্চা যদি অন্য কোনও শিকারি পাখি টেনে নিয়ে যায়, তা হলে অনেকসময় কাক চিৎকার করে৷ শিকারির অবস্থান আগে থেকে বুঝতে পারে না কাক৷ পরে, যখন দেখতে পায়, তখন চেঁচিয়ে ওঠে৷ (প্রতীকী ছবি)
advertisement
4/5
যখন কাক ছানা নিয়ে বাসায় থাকে, তখন কাকের বাচ্চা বুঝতে পারে না, রাতে কখন বিশ্রামের সময়৷ মা কাক চিৎকার করে তাঁদের জানান দেওয়ায় যে এখন ঘুমানোর সময় হয়েছে৷ এ ছাড়া অন্য পাখির আক্রমণ থেকে বাঁচতেও কাক চিৎকার করে থাকে৷ (প্রতীকী ছবি)
যখন কাক ছানা নিয়ে বাসায় থাকে, তখন কাকের বাচ্চা বুঝতে পারে না, রাতে কখন বিশ্রামের সময়৷ মা কাক চিৎকার করে তাঁদের জানান দেওয়ায় যে এখন ঘুমানোর সময় হয়েছে৷ এ ছাড়া অন্য পাখির আক্রমণ থেকে বাঁচতেও কাক চিৎকার করে থাকে৷ (প্রতীকী ছবি)
advertisement
5/5
অনেক সময় বিপদে পড়লে কাক একে অপরের সঙ্গে যোগ স্থাপন করতে চেষ্টা করে৷ সেই ডাকের মাধ্যমে এরা একে অপরের সঙ্গে যোগাযোগ তৈরি করতে চেষ্টা করে৷  এ ছাড়া খুব স্বাভাবিক অভ্যাস হিসাবেই মাঝরাতে হঠাৎ করে চেঁচিয়ে ওঠে কাক৷   (প্রতীকী ছবি)
অনেক সময় বিপদে পড়লে কাক একে অপরের সঙ্গে যোগ স্থাপন করতে চেষ্টা করে৷ সেই ডাকের মাধ্যমে এরা একে অপরের সঙ্গে যোগাযোগ তৈরি করতে চেষ্টা করে৷ এ ছাড়া খুব স্বাভাবিক অভ্যাস হিসাবেই মাঝরাতে হঠাৎ করে চেঁচিয়ে ওঠে কাক৷ (প্রতীকী ছবি)
advertisement
advertisement
advertisement