Wheat|| বিশ্বের ৩৫% মানুষের প্রধান খাদ্য! জানুন 'গম' সম্পর্কিত চমকে দেওয়া কিছু তথ্য...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Know some interesting facts of Wheat: গম উৎপাদনে চিন প্রথম স্থানে। ভারত দ্বিতীয় স্থানে। এরপর আমেরিকা, রাশিয়া, অস্ট্রেলিয়া, কানাডায় প্রচুর গম চাষ হয়। বিশ্বের জনসংখ্যার প্রায় ৩৫ শতাংশের প্রধান খাদ্য গম।
*ভারতের ধর্মীয় ও আয়ুর্বেদিক গ্রন্থে গমের অবদান সম্পর্কে অনেককিছু বলা হয়েছে। গম জীবনদায়ক খাদ্য। হাজার হাজার বছর আগে গমের জন্ম হয়েছিল এবং অনেক দেশ ও সভ্যতায় তা ছড়িয়ে পড়েছিল। অ্যান্টার্কটিকা অঞ্চল ছাড়া সারা বিশ্বে গমের চাষ হয়। এটি খাদ্যের একটি প্রধান অংশ, তবুও খাদ্য হিসেবে উৎপাদিত ফসলের মধ্যে ভুট্টার প্রথম নাম। জনসংখ্যার দিক থেকে চিন যেমন এক নম্বরে এবং ভারত রয়েছে দু-নম্বরে। একই অবস্থা গমেরও।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement