Viral: ক্লাসরুমের তালা খুলতেই হাড়হিম দৃশ্য! ফণা উঁচিয়ে এগিয়ে এল গোখরো সাপ! তারপর যা হল...

Last Updated:
Viral: বন্ধ ক্লাসরুম খুলতেই বিপত্তি! ফণা উঁচিয়ে তেড়ে এল মস্ত বড়ো গোখরো সাপ!
1/6
করোনা অনেকটাই নিয়ন্ত্রণে। তাই বুধবার থেকে রাজ্যে খুলে গিয়েছে সমস্ত প্রাইমারি ও আপার প্রাইমারি স্কুল। খুদে পড়ুয়াদের মধ্যে যেমন খুশির হাওয়া, তেমনই খুশি শিক্ষক-শিক্ষিকা সহ বিভিন্ন মহল। কিন্তু জলপাইগুড়ির একটি স্কুলে এদিন বন্ধ ক্লাসরুম খুলতেই বিপত্তি! ফণা উঁচিয়ে তেড়ে এল মস্ত বড়ো গোখরো সাপ! আর গোখরোটিকে দেখেই ছাত্রছাত্রীরা দে ছুট অবস্থা।
করোনা অনেকটাই নিয়ন্ত্রণে। তাই বুধবার থেকে রাজ্যে খুলে গিয়েছে সমস্ত প্রাইমারি ও আপার প্রাইমারি স্কুল। খুদে পড়ুয়াদের মধ্যে যেমন খুশির হাওয়া, তেমনই খুশি শিক্ষক-শিক্ষিকা সহ বিভিন্ন মহল। কিন্তু জলপাইগুড়ির একটি স্কুলে এদিন বন্ধ ক্লাসরুম খুলতেই বিপত্তি! ফণা উঁচিয়ে তেড়ে এল মস্ত বড়ো গোখরো সাপ! আর গোখরোটিকে দেখেই ছাত্রছাত্রীরা দে ছুট অবস্থা।
advertisement
2/6
করোনা অনেকটাই নিয়ন্ত্রণে। তাই বুধবার থেকে রাজ্যে খুলে গিয়েছে সমস্ত প্রাইমারি ও আপার প্রাইমারি স্কুল। খুদে পড়ুয়াদের মধ্যে যেমন খুশির হাওয়া, তেমনই খুশি শিক্ষক-শিক্ষিকা সহ বিভিন্ন মহল। কিন্তু জলপাইগুড়ির একটি স্কুলে এদিন বন্ধ ক্লাসরুম খুলতেই বিপত্তি! ফণা উঁচিয়ে তেড়ে এল মস্ত বড়ো গোখরো সাপ! আর গোখরোটিকে দেখেই ছাত্রছাত্রীরা দে ছুট অবস্থা।
করোনা অনেকটাই নিয়ন্ত্রণে। তাই বুধবার থেকে রাজ্যে খুলে গিয়েছে সমস্ত প্রাইমারি ও আপার প্রাইমারি স্কুল। খুদে পড়ুয়াদের মধ্যে যেমন খুশির হাওয়া, তেমনই খুশি শিক্ষক-শিক্ষিকা সহ বিভিন্ন মহল। কিন্তু জলপাইগুড়ির একটি স্কুলে এদিন বন্ধ ক্লাসরুম খুলতেই বিপত্তি! ফণা উঁচিয়ে তেড়ে এল মস্ত বড়ো গোখরো সাপ! আর গোখরোটিকে দেখেই ছাত্রছাত্রীরা দে ছুট অবস্থা।
advertisement
3/6
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্কুল প্রাঙ্গণে। জেলার অন্যান্য প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলের মতো এদিন জলপাইগুড়ি পাতকাটা কলোনির মোড়ল পাড়া প্রাথমিক বিদ্যালয়েরও দরজার তালা খুলেছে। কিন্তু ক্লাসরুমের দরজা খুলতেই ঘরের ভেতর থেকে শিক্ষকদের দিকে ওই 'ফণাধর' গোখরো সাপটি।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্কুল প্রাঙ্গণে। জেলার অন্যান্য প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলের মতো এদিন জলপাইগুড়ি পাতকাটা কলোনির মোড়ল পাড়া প্রাথমিক বিদ্যালয়েরও দরজার তালা খুলেছে। কিন্তু ক্লাসরুমের দরজা খুলতেই ঘরের ভেতর থেকে শিক্ষকদের দিকে ওই 'ফণাধর' গোখরো সাপটি।
advertisement
4/6
এই দৃশ্য দেখে দে ছুট শিক্ষক সহ পড়ুয়ারা। এরপরই তড়িঘড়ি খবর দেওয়া হয় গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনকে। সংগঠনের সাধারণ সম্পাদক অঙ্কুর দাস ও তাঁর টিম স্কুলে গিয়ে সাপটিকে ধরে উপযুক্ত পরিবেশে ছেড়ে দেয়। অঙ্কুরবাবু বলেছেন, 'বিদ্যালয় থেকে উদ্ধার হওয়া সাপটি একটি পূর্ণবয়স্ক গোখরো সাপ।uri
এই দৃশ্য দেখে দে ছুট শিক্ষক সহ পড়ুয়ারা। এরপরই তড়িঘড়ি খবর দেওয়া হয় গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনকে। সংগঠনের সাধারণ সম্পাদক অঙ্কুর দাস ও তাঁর টিম স্কুলে গিয়ে সাপটিকে ধরে উপযুক্ত পরিবেশে ছেড়ে দেয়। অঙ্কুরবাবু বলেছেন, 'বিদ্যালয় থেকে উদ্ধার হওয়া সাপটি একটি পূর্ণবয়স্ক গোখরো সাপ।uri
advertisement
5/6
বিদ্যালয়ের মিডডে মিলের বাসনপত্র রাখার ঘর থেকে জিনিসপত্র বের করতে গিয়ে স্কুলের রান্নার মাসিরা গোখরো সাপটিকে দেখতে পান। এরপরেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের ফোন করেন। আমার টিমের সদস্যরা বিদ্যালয় থেকে সাপটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দিয়েছি।'
বিদ্যালয়ের মিডডে মিলের বাসনপত্র রাখার ঘর থেকে জিনিসপত্র বের করতে গিয়ে স্কুলের রান্নার মাসিরা গোখরো সাপটিকে দেখতে পান। এরপরেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের ফোন করেন। আমার টিমের সদস্যরা বিদ্যালয় থেকে সাপটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দিয়েছি।'
advertisement
6/6
 বিদ্যালয়ের সহ শিক্ষক শান্তনু দত্ত জানান, গ্রিন জলপাইগুড়ি টিমের সদস্যরা খুব অল্প সময়ের মধ্যে উপস্থিত হয়ে সাপটিকে উদ্ধার করে বিদ্যালয়কে বিপদমুক্ত করেছেন। গ্রিন জলপাইগুড়ি টিমের সদস্যদের ও টিম লিডার অঙ্কুর দাসকে অসংখ্য ধন্যবাদ। প্রতিবেদন : ভাস্কর চক্রবর্তী
বিদ্যালয়ের সহ শিক্ষক শান্তনু দত্ত জানান, গ্রিন জলপাইগুড়ি টিমের সদস্যরা খুব অল্প সময়ের মধ্যে উপস্থিত হয়ে সাপটিকে উদ্ধার করে বিদ্যালয়কে বিপদমুক্ত করেছেন। গ্রিন জলপাইগুড়ি টিমের সদস্যদের ও টিম লিডার অঙ্কুর দাসকে অসংখ্য ধন্যবাদ। প্রতিবেদন : ভাস্কর চক্রবর্তী
advertisement
advertisement
advertisement