করোনা অনেকটাই নিয়ন্ত্রণে। তাই বুধবার থেকে রাজ্যে খুলে গিয়েছে সমস্ত প্রাইমারি ও আপার প্রাইমারি স্কুল। খুদে পড়ুয়াদের মধ্যে যেমন খুশির হাওয়া, তেমনই খুশি শিক্ষক-শিক্ষিকা সহ বিভিন্ন মহল। কিন্তু জলপাইগুড়ির একটি স্কুলে এদিন বন্ধ ক্লাসরুম খুলতেই বিপত্তি! ফণা উঁচিয়ে তেড়ে এল মস্ত বড়ো গোখরো সাপ! আর গোখরোটিকে (Snake News)দেখেই ছাত্রছাত্রীরা দে ছুট অবস্থা। প্রতিবেদন : ভাস্কর চক্রবর্তী
করোনা অনেকটাই নিয়ন্ত্রণে। তাই বুধবার থেকে রাজ্যে খুলে গিয়েছে সমস্ত প্রাইমারি ও আপার প্রাইমারি স্কুল। খুদে পড়ুয়াদের মধ্যে যেমন খুশির হাওয়া, তেমনই খুশি শিক্ষক-শিক্ষিকা সহ বিভিন্ন মহল। কিন্তু জলপাইগুড়ির একটি স্কুলে এদিন বন্ধ ক্লাসরুম খুলতেই বিপত্তি! ফণা উঁচিয়ে তেড়ে এল মস্ত বড়ো গোখরো সাপ! আর গোখরোটিকে দেখেই ছাত্রছাত্রীরা দে ছুট অবস্থা। প্রতিবেদন : ভাস্কর চক্রবর্তী
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্কুল প্রাঙ্গণে। জেলার অন্যান্য প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলের মতো এদিন জলপাইগুড়ি পাতকাটা কলোনির মোড়ল পাড়া প্রাথমিক বিদ্যালয়েরও দরজার তালা খুলেছে। কিন্তু ক্লাসরুমের দরজা খুলতেই ঘরের ভেতর থেকে শিক্ষকদের দিকে ওই 'ফণাধর' গোখরো (Snake News) সাপটি। প্রতিবেদন : ভাস্কর চক্রবর্তী
এই দৃশ্য দেখে দে ছুট শিক্ষক সহ পড়ুয়ারা। এরপরই তড়িঘড়ি খবর দেওয়া হয় গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনকে। সংগঠনের সাধারণ সম্পাদক অঙ্কুর দাস ও তাঁর টিম স্কুলে গিয়ে সাপটিকে ধরে উপযুক্ত পরিবেশে ছেড়ে দেয়। অঙ্কুরবাবু বলেছেন, 'বিদ্যালয় থেকে উদ্ধার হওয়া সাপটি একটি পূর্ণবয়স্ক গোখরো সাপ। প্রতিবেদন : ভাস্কর চক্রবর্তী