Viral News: বিয়ে শুরুর আগেই...! প্রাক্তন প্রেমিক ঢুকে যা করলেন কনের সঙ্গে, বরের অবস্থা চরমে, জানলে আঁতকে উঠবেন

Last Updated:
Viral News: উত্তরপ্রদেশের পিলভিট অনুষ্ঠিত একটি বিয়েতে ফিল্মি স্টাইলের ঝামেলা এখন নেটদুনিয়ায় ভাইরাল। বিবাদ এতটাই বেড়ে যায় যে ঘণ্টার পর ঘণ্টা হাইভোল্টেজ নাটকের পর পুত্রবধূকে না দেখেই ফিরে যায় বিয়েবাড়ির সকলে।
1/5
উত্তরপ্রদেশের পিলভিট অনুষ্ঠিত একটি বিয়েতে ফিল্মি স্টাইলের ঝামেলা এখন নেটদুনিয়ায় ভাইরাল। এই বিতর্ক চারদিকে আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিবাদ এতটাই বেড়ে যায় যে ঘণ্টার পর ঘণ্টা হাইভোল্টেজ নাটকের পর পুত্রবধূকে না দেখেই ফিরে যায় বিয়েবাড়ির সকলে। বর্তমানে মেয়েটির বাবার অভিযোগে থানায় মামলা হয়েছে।
উত্তরপ্রদেশের পিলভিট অনুষ্ঠিত একটি বিয়েতে ফিল্মি স্টাইলের ঝামেলা এখন নেটদুনিয়ায় ভাইরাল। এই বিতর্ক চারদিকে আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিবাদ এতটাই বেড়ে যায় যে ঘণ্টার পর ঘণ্টা হাইভোল্টেজ নাটকের পর পুত্রবধূকে না দেখেই ফিরে যায় বিয়েবাড়ির সকলে। বর্তমানে মেয়েটির বাবার অভিযোগে থানায় মামলা হয়েছে।
advertisement
2/5
ঠিক কী ঘটনা ঘটেছে, জানলে চমকে যাবেন আপনিও৷ পিলভিট জেলায় একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। বর-কনেকে আশীর্বাদ করতে মঞ্চে বসানো হয়। মঞ্চে অতিথিরা আসা-যাওয়া শুরু করেন। সেই সময় এক যুবক মঞ্চে এসে কনেকে উপহার দিতে থাকেন। এ সময় তিনি মেয়েটির সঙ্গে কথাও বলেন। এ নিয়ে বরের মনে কিছু একটা সন্দেহ ছিল।
ঠিক কী ঘটনা ঘটেছে, জানলে চমকে যাবেন আপনিও৷ পিলভিট জেলায় একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। বর-কনেকে আশীর্বাদ করতে মঞ্চে বসানো হয়। মঞ্চে অতিথিরা আসা-যাওয়া শুরু করেন। সেই সময় এক যুবক মঞ্চে এসে কনেকে উপহার দিতে থাকেন। এ সময় তিনি মেয়েটির সঙ্গে কথাও বলেন। এ নিয়ে বরের মনে কিছু একটা সন্দেহ ছিল।
advertisement
3/5
বর কনের কাছে জানতে চাইলে সে যুবককে তার কাকার ছেলে বলে পরিচয় দেয়। তারপরই যুবকের আরেক বন্ধুও উপহার নিয়ে মঞ্চে পৌঁছে যায়। গোটা ঘটনায় বিরক্ত হয়ে বর পক্ষ মঞ্চেই দুই যুবককে মারধর করে।
বর কনের কাছে জানতে চাইলে সে যুবককে তার কাকার ছেলে বলে পরিচয় দেয়। তারপরই যুবকের আরেক বন্ধুও উপহার নিয়ে মঞ্চে পৌঁছে যায়। গোটা ঘটনায় বিরক্ত হয়ে বর পক্ষ মঞ্চেই দুই যুবককে মারধর করে।
advertisement
4/5
 মারধরের সময় যুবকের বন্ধু তার দীর্ঘদিনের প্রেমের গল্প প্রকাশ করে। তারপরই বিবাদ এতটাই বেড়ে যায় যে বর বিয়ে করতে অস্বীকার করে। কয়েক ঘণ্টা ধরে চলে চরম ঝামেলা এবং কনের পক্ষ খরচ করা টাকা ফেরত দেওয়ার পর বিয়ে ভেঙে যায়।
মারধরের সময় যুবকের বন্ধু তার দীর্ঘদিনের প্রেমের গল্প প্রকাশ করে। তারপরই বিবাদ এতটাই বেড়ে যায় যে বর বিয়ে করতে অস্বীকার করে। কয়েক ঘণ্টা ধরে চলে চরম ঝামেলা এবং কনের পক্ষ খরচ করা টাকা ফেরত দেওয়ার পর বিয়ে ভেঙে যায়।
advertisement
5/5
পুরো বিষয়টি সম্পর্কে আরও তথ্য দিতে গিয়ে পুরানপুর কোতোয়ালির ইনচার্জ ইন্সপেক্টর নরেশ ত্যাগী বলেন, বিয়ের সময় উভয় পক্ষের মধ্যে বিবাদ চলছিল। বর্তমানে বাবার অভিযোগে বিয়েতে আসা যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা রুজু করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুরো বিষয়টি সম্পর্কে আরও তথ্য দিতে গিয়ে পুরানপুর কোতোয়ালির ইনচার্জ ইন্সপেক্টর নরেশ ত্যাগী বলেন, বিয়ের সময় উভয় পক্ষের মধ্যে বিবাদ চলছিল। বর্তমানে বাবার অভিযোগে বিয়েতে আসা যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা রুজু করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
advertisement
advertisement
advertisement