ওই বিষাক্ত গাছটির নাম হল অ্যাব্রাস প্রিটোরিয়াস। এই গাছটির বীজ থেকে শুরু করে পাতা, কাণ্ড এতটাই বিষাক্ত যে সঠিক সময় চিকিৎসা শুরু হলেও রোগীকে বাঁচানো মুশকিল হতে পারে। আর চিকিৎসা শুরু করতে দেরি হলে মৃত্যু অনিবার্য। কারণ এই বিষ শরীর থেকে সহজে বার করা যায় না।