হোম » ছবি » পাঁচমিশালি » ছুলেই হতে পারে মৃত্যু, মারাত্মক বিষ এই গাছে, আপনার বাড়ির আশেপাশে নেই তো

Viral News: ছুলেই হতে পারে মৃত্যু, মারাত্মক বিষ এই গাছে, আপনার বাড়ির আশেপাশে নেই তো

  • 16

    Viral News: ছুলেই হতে পারে মৃত্যু, মারাত্মক বিষ এই গাছে, আপনার বাড়ির আশেপাশে নেই তো

    আমরা আমাদের চারপাশে নানা ধরনের গাছ দেখতে পাই। বর্তমানে নানা ধরনের গাছ আমরা বাড়িতে টবেও লাগিয়ে থাকি। এমন কিছু গাছ আছে যেগুলি দেখতে সুন্দর হলেই আমরা টবে লাগাই বা বাইরে দেখলে স্পর্শ করি। কিন্তু এমন অনেক গাছ আছে যেগুলি দেখতে সুন্দর হলেও ভয়ঙ্কর বিষাক্ত।

    MORE
    GALLERIES

  • 26

    Viral News: ছুলেই হতে পারে মৃত্যু, মারাত্মক বিষ এই গাছে, আপনার বাড়ির আশেপাশে নেই তো

    সম্প্রতি মধ্যপ্রদেশে এক শিশুর মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। মাথা-গা-হাত-পা ফুলে যাওয়া থেকে শুরু করে তার রক্ত ডায়েরিয়া ও বমি হচ্ছিল। চিকিৎসকরা নানা পরীক্ষার পর বুঝতে পারেন শিশুটির শরীরে ভয়ঙ্কর এক বিষ রয়েছে। যার নাম আবরিন। আর এই বিষ থাকে একটি গাছের বীজের মধ্যে।

    MORE
    GALLERIES

  • 36

    Viral News: ছুলেই হতে পারে মৃত্যু, মারাত্মক বিষ এই গাছে, আপনার বাড়ির আশেপাশে নেই তো

    ওই বিষাক্ত গাছটির নাম হল অ্যাব্রাস প্রিটোরিয়াস। এই গাছটির বীজ থেকে শুরু করে পাতা, কাণ্ড এতটাই বিষাক্ত যে সঠিক সময় চিকিৎসা শুরু হলেও রোগীকে বাঁচানো মুশকিল হতে পারে। আর চিকিৎসা শুরু করতে দেরি হলে মৃত্যু অনিবার্য। কারণ এই বিষ শরীর থেকে সহজে বার করা যায় না।

    MORE
    GALLERIES

  • 46

    Viral News: ছুলেই হতে পারে মৃত্যু, মারাত্মক বিষ এই গাছে, আপনার বাড়ির আশেপাশে নেই তো


    বিশেষজ্ঞরা বলছে যে এই গাছে যে বিষ থাকে তা সাপের বিষের থেকেও মারাত্মক। খুব বড় হয় না এই গাছ। ছোট ছোট পাতা ও লালচে-কমলা রঙের বীজ হয়। ভারতের বিভিন্ন জায়গায় দেখা যায় এই গাছ। আপনার বাড়ির আশেপাশেও থাকতে পারে। তাই খুব সাবধান।

    MORE
    GALLERIES

  • 56

    Viral News: ছুলেই হতে পারে মৃত্যু, মারাত্মক বিষ এই গাছে, আপনার বাড়ির আশেপাশে নেই তো

    এই বিষাক্ত গাছের বিষ মানুষের শরীরে প্রবেশ করলে কোষগুলিকে অসুস্থ করার পাশাপশি তার প্রোটিন তৈরি করা সহ নান কাজ বন্ধ করে দেয়। যার ফলে কোষগুলির মৃত্যু ঘটে। আর ধীরে ধীরে ওই রোগীও মৃত্যুর কোলে ঢোলে পড়ে। এই গাছের প্রতিটি অংশেই বিষ রয়েছে।

    MORE
    GALLERIES

  • 66

    Viral News: ছুলেই হতে পারে মৃত্যু, মারাত্মক বিষ এই গাছে, আপনার বাড়ির আশেপাশে নেই তো

    তবে এই অ্যাব্রাস প্রিটোরিয়াস গাছের অনেক ঔষুধি গুন রয়েছে। যেমন এর ক্যান্সার বিরোধী ও টিউমার প্রতিরোধী গুণ রয়েছে। যা নিয়ে কাজ চালাচ্ছে বিজ্ঞানীরা। তবে বিশেষজ্ঞরা ছাড়া বা ল্যাব ছাড়া এই গাছে হাত দেওয়া বিপদজনক হতে পারে। ফলে নিজেও সাবধানে থাকুন ও অন্যকে সাবধান করুন।

    MORE
    GALLERIES