গণেশের কৃপায় দূর হবে সমস্ত অশুভ শক্তি, বাড়িতে তাঁর মূর্তি কোথায় রাখবেন, জেনে নিন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Ganesha idol at Home: গণেশের মূর্তি স্থাপনের সর্বোত্তম দিক হল বাড়ির পশ্চিম, উত্তর এবং উত্তর-পূর্ব দিক। বাস্তু মতে, উত্তরমুখে গণেশের মূর্তি রাখাই আদর্শ।
শাস্ত্র কিন্তু সাফ বলে রেখেছে- শ্রীগণেশ প্রথমপূজ্য, সব দেবতার পূজার আগে তাঁর বন্দনা না করলেই বিপদ! একারণেই তাঁকে ডাকা হয়েছে বিঘ্নরাজ নামে। অতএব, এটুকু বুঝে নিতে অসুবিধা নেই যে আমাদের সামান্য ভুলেই বিঘ্নহর্তা থেকে তাঁর বিঘ্নকর্তা হয়ে উঠতে সময় লাগবে না। পূজা-পাঠ তো অনেক পরের কথা, এব্যাপারে সবার আগে ঘরে তাঁর মূর্তি কোথায় কীভাবে রাখা হচ্ছে, তাও খেয়াল রাখতে হবে। Representative Image
advertisement
এদিকে এগিয়ে আসছে গণেশ চতুর্থীও। যাঁরা এই পুণ্য তিথিতে বাড়িতে গণেশ পূজার আয়োজন করতে চান, তাঁদের কয়েকটি বিষয় জেনে রাখা ভাল। অনেকেই বাড়ি বা ঘরের অবস্থান, মূর্তির রঙ ইত্যাদি বিবেচনা না করেই গণেশ স্থাপন করেন, এটি একেবারেই ঠিক নয়। এই স্থান নির্ধারণে বাস্তুশাস্ত্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নির্দিষ্ট নিয়ম মেনে গণেশ মূর্তি স্থাপন করলে তবেই সিদ্ধিদাতা আমাদের ওপর সদয় হবেন। Representative Image
advertisement
গণেশের মূর্তি স্থাপনের সর্বোত্তম দিক হল বাড়ির পশ্চিম, উত্তর এবং উত্তর-পূর্ব দিক। বাস্তু মতে, উত্তরমুখে গণেশের মূর্তি রাখাই আদর্শ। কারণ পৌরাণিকভাবে, ভগবান শিব উত্তরদিকে বাস করেন, সেখানেই কৈলাস, যা গণেশেরও আবাস। তাছাড়া এই দিকটিকে অত্যন্ত পবিত্র বলেও মনে করা হয়। তবে বিশেষ ভাবে দক্ষিণে গণপতির মূর্তি স্থাপন করা এড়িয়ে চলা উচিত। Representative Image
advertisement
advertisement
advertisement
advertisement
মূর্তি স্থাপনের সঠিক ভঙ্গি নির্বাচন করার পর আমাদের আরও সূক্ষ্ম বিষয়ে মনোযোগ দিতে হবে। এগুলো হল মূলত দণ্ড, বাহন এবং প্রসাদ। গণেশের হাতের দণ্ডটি বাম দিকে খানিকটা কাত করে স্থাপন করা উচিত, এতে তিনি খুশি হবেন। এতে সুখ এবং সাফল্যের সূচনা হয়। এছাড়াও গণেশের বাহন এবং প্রসাদ অর্থাৎ লাড্ডুর কথা ভুলে গেলে একদম চলবে না। সেগুলোও যেন মূর্তির সঙ্গে থাকে। Representative Image
advertisement
বাড়িতে মূর্তি স্থাপন করতে হলে গণপতির বসা-অবস্থায় থাকা মূর্তি রাখাই ভাল। এই ভঙ্গিটিকে ললিতাসনও বলা হয়। এই ভঙ্গিতে গণেশ শান্তি এবং সুখ প্রদান করেন। রঙের ক্ষেত্রে সাদা রঙের মূর্তি নির্বাচন করাই ভাল। যে সব মূর্তিতে গণেশ বসার সময় তাঁর আসনের উপর হেলান দিয়ে থাকেন, সেটি বাস্তুসম্পদ এবং বিলাসের প্রতীক হিসাবে ধরা হয়। যাঁরা সমৃদ্ধি এবং ধন চান, তাঁরা সিঁদুর রঙের গণপতির মূর্তি স্থাপন করতে পারেন। আর হ্যাঁ, গ্যারাজ, সিঁড়ির নিচের ঘর, স্টোররুম, টয়লেট, লন্ড্রি এবং শোওয়ার ঘরের পাশে গণেশের মূর্তি রাখা ঠিক নয়। এই বাস্তু নির্দেশগুলি মাথায় রেখে তাঁর মূর্তি স্থাপন করলেই আমাদের ঘর সমৃদ্ধিতে ভরে উঠবে। Representative Image