Women Bad Habits: মহিলাদের এসব স্বভাবের জন্যই গরিব থেকে যায় স্বামী! আপনার মধ্যে এগুলোর কোনওটা নেই তো? মিলিয়ে নিন তাড়াতাড়ি
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ভোপালের জ্যোতির্বিদ তথা বাস্তু পরামর্শদাতা পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা জানাচ্ছেন,মহিলারা অজান্তেই কিছু ভুল করে থাকেন, যার ফলে বাড়িতে রোগব্যাধি ও দারিদ্রতা দেখা দেয়। যদি কোনও মহিলার কিছু বিশেষ ধরনের অভ্যাস থাকে, তাহলে তাঁর পরিবারে সবসময় দারিদ্রতা বজায় থাকে। আসুন বিস্তারিতভাবে জেনে নিই সেই এই অভ্যাসগুলোর কথা।
কথাতেই আছে, সংসার সুখের হয় রমণীর গুণে৷ কোন সংসারে সুখ-সমৃদ্ধি বজায় থাকবে আর কোনটায় থাকবে না, তার অনেকটাই নির্ভর করে সেই বাড়ির গৃহিনীর উপরে৷ বয়োঃজ্যেষ্ঠরা বলে থাকেন, রমণীর বিশেষ কিছু গুণেই সংসারে লক্ষ্মীলাভ হয়৷ আর বিপরীতে হয় ক্ষতি৷ শাস্ত্রে মহিলাদের দেবীর মর্যাদা দেওয়া হয়। সংসারের কল্যাণে কী কী কাজ করা ভাল, আর কোনটা সংসারের ক্ষতি করতে পারে তার ব্যাখ্যাও দেওয়া হয়ে থাকে৷ AI Genarated Image
advertisement
ভোপালের জ্যোতির্বিদ তথা বাস্তু পরামর্শদাতা পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা জানাচ্ছেন,মহিলারা অজান্তেই কিছু ভুল করে থাকেন, যার ফলে বাড়িতে রোগব্যাধি ও দারিদ্রতা দেখা দেয়। যদি কোনও মহিলার কিছু বিশেষ ধরনের অভ্যাস থাকে, তাহলে তাঁর পরিবারে সবসময় দারিদ্রতা বজায় থাকে। আসুন বিস্তারিতভাবে জেনে নিই সেই এই অভ্যাসগুলোর কথা। AI Genarated Image
advertisement
মহিলারা প্রায়শই কাপড় ধোয়ার পর উল্টো ভাঁজ করে রাখেন, যা একেবারেই অশুভ বলে মনে করা হয়। এটি বাড়িতে দারিদ্রতা নিয়ে আসে এবং স্বামী-স্ত্রীর মধ্যে মতভেদ সৃষ্টি করে। একাদশী, বৃহস্পতিবার ও অমাবস্যার দিনে মহিলাদের কাপড় ধোয়া উচিত নয়। এই দিনে কাপড় ধোয়া হলে পূর্বপুরুষরা অসন্তুষ্ট হন। AI Genarated Image
advertisement
রান্না করার সময় তা চেখে দেখা উচিত নয়৷ এটি মা অন্নপূর্ণার অবমাননা হিসাবে গণ্য হয় এবং এতে দারিদ্রতা বৃদ্ধি পায়। রান্নার জন্য যতটুকু চাল, আটা প্রয়োজন, ঠিক ততটাই নেওয়া উচিত। অতিরিক্ত চাল, আটা রেখে ব্যবহার করলে এবং সেটি ফ্রিজে রেখে দিলে পূর্বপুরুষদের অসন্তোষ জন্মায়, যা জীবনে বহু সমস্যার কারণ হতে পারে। AI Genarated Image
advertisement
advertisement
advertisement
advertisement
মহিলাদের কখনোই ঝাড়ু দেওয়ার পর সেটির উপর পা রাখা উচিত নয়। ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয়। এমন করলে বাড়িতে আর্থিক সংকট দেখা দেয়। বাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ অবশ্যই সূর্যোদয়ের আগে সম্পন্ন করা উচিত। সন্ধ্যার সময় ঝাড়ু বা মোছার কাজ করা একেবারেই উচিত নয়।AI Genarated Image
advertisement