Unknown Fact: এ দেশেই রয়েছে এই অদ্ভুত গ্রাম... এখানে জুতো পরলেই 'শাস্তি'! খালি পায়ে বছরের পর বছর কাটাচ্ছে সবাই

Last Updated:
Unknown Fact: এ গ্রামে কোনও পাকা রাস্তা নেই। গ্রামে প্রবেশের মুখেই রয়েছে একটি মন্দির। তার আগেই জুতো ছেড়ে খালি পায়ে এগিয়ে যেতে হয়। তারপর গ্রামে যতক্ষণ বা যতদিনই থাকুন না কেন জুতো পরতে পারবেন না।
1/7
জামাকাপড় শুধু নয়। আমাদের জুতোর দিকেও কিন্তু ঝোঁক বেশ ভালই। এখন তো হাল ফ্যাশনের কেতাদুরস্ত জুতোও বেরিয়েছে।
জামাকাপড় শুধু নয়। আমাদের জুতোর দিকেও কিন্তু ঝোঁক বেশ ভালই। এখন তো হাল ফ্যাশনের কেতাদুরস্ত জুতোও বেরিয়েছে।
advertisement
2/7
জুতো ছাড়া তো রাস্তায় বের হওয়ার কথা ভাবাই যায় না। আবার এটাও ঠিক শুধু বাইরে নয়, বাড়িতেও আমরা জুতো পরেই থাকি।
জুতো ছাড়া তো রাস্তায় বের হওয়ার কথা ভাবাই যায় না। আবার এটাও ঠিক শুধু বাইরে নয়, বাড়িতেও আমরা জুতো পরেই থাকি।
advertisement
3/7
বিছানার নীচে জুতো কখনই রাখা উচিত নয়। জুতো সবসময় দরজা থেকে দূরে রাখুন। সম্ভব হলে জুতো সবসময় জুতোর র‌্যাকে রাখুন।
বিছানার নীচে জুতো কখনই রাখা উচিত নয়। জুতো সবসময় দরজা থেকে দূরে রাখুন। সম্ভব হলে জুতো সবসময় জুতোর র‌্যাকে রাখুন।
advertisement
4/7
যেমন এদেশেই এমন একটি গ্রাম রয়েছে যেখানে কেউ জুতো পরেননা। খালি পায়ে থাকতে হয়। খালি পায়েই জীবন কাটাতে হয় এ গ্রামের মানুষদের। এর পিছনে রয়েছে বিরাট এক কারণ।
যেমন এদেশেই এমন একটি গ্রাম রয়েছে যেখানে কেউ জুতো পরেননা। খালি পায়ে থাকতে হয়। খালি পায়েই জীবন কাটাতে হয় এ গ্রামের মানুষদের। এর পিছনে রয়েছে বিরাট এক কারণ।
advertisement
5/7
তামিলনাড়ুর কোদাইকানালের কিছুটা দূরেইভেল্লাগাভি গ্রাম। এই গ্রামে পৌঁছনোর পথে পাহাড়, জঙ্গল আর উপত্যকা মুগ্ধ করে দিতে পারে আপনাদের।
তামিলনাড়ুর কোদাইকানালের কিছুটা দূরেইভেল্লাগাভি গ্রাম। এই গ্রামে পৌঁছনোর পথে পাহাড়, জঙ্গল আর উপত্যকা মুগ্ধ করে দিতে পারে আপনাদের।
advertisement
6/7
এ গ্রামে কোনও পাকা রাস্তা নেই। গ্রামে প্রবেশের মুখেই রয়েছে একটি মন্দির। তার আগেই জুতো ছেড়ে খালি পায়ে এগিয়ে যেতে হয়। তারপর গ্রামে যতক্ষণ বা যতদিনই থাকুন না কেন জুতো পরতে পারবেন না।
এ গ্রামে কোনও পাকা রাস্তা নেই। গ্রামে প্রবেশের মুখেই রয়েছে একটি মন্দির। তার আগেই জুতো ছেড়ে খালি পায়ে এগিয়ে যেতে হয়। তারপর গ্রামে যতক্ষণ বা যতদিনই থাকুন না কেন জুতো পরতে পারবেন না।
advertisement
7/7
পাহাড়ি পথে ট্রেক করে পৌঁছতে হয় এখানে। পাথরেই সিঁড়ি বানানো রয়েছে। সেই বেয়েই উপরে উঠতে হয়।
পাহাড়ি পথে ট্রেক করে পৌঁছতে হয় এখানে। পাথরেই সিঁড়ি বানানো রয়েছে। সেই বেয়েই উপরে উঠতে হয়।
advertisement
advertisement
advertisement