মহাভারতের অন্যতম ট্র্যাজিক চরিত্র কর্ণ, পরশুরামের কাছে অস্ত্রশিক্ষায় পারদর্শী হয়েছিলেন তবে জীবনের একটি অভিশাপই তাঁর সব পরিশ্রম জলে দিয়েছে ৷ কথিত আছে একবার পরশুরাম কর্ণের কোলে মাথা রেখে ঘুমিয়েছিলেন ৷ সেই সময় একটি বিছে কামড়াছিল কর্ণকে কর্ণ গুরুর ঘুমে ব্যাঘাত ঘটবে বলেই ৷ কামড় সহ্য করেছিলেন, রক্তে ভেসে যাচ্ছিল ক্রমেই সারা শরীর ৷ ঘুম ভাঙে পরশুরামের তিনি ঘুম থেকে উঠে কর্ণকে জিজ্ঞালা করেছিলেন কোনও সূত পুত্রের এত সহ্য শক্তি হতে পারেনা ৷ তুমি পরিতয় গোপন করেছো ৷ সেই সময়েই অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন কর্ণ যে মৃত্যুকালে রথের চাকা মাটিতে বলে যাবে ৷ প্রকৃত পক্ষে তাই হয়েছিল ৷ তবুও গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা কখনই কমেনি শিষ্য কর্ণের ৷ প্রতীকী ছবি ৷