কোথায় ঢুকে বসেছিল সাপ, জুতো পরতেই ছোবল! এক বছরেই ৩ বার সাপের কামড়, যুবকের যা হল...!

Last Updated:
Snake Bite: বিষাক্ত সাপের ছোবলে গুরুতর আহত পঙ্কজ—এক বছরেই তিনবার সাপের কামড়! এবার জুতো পরতে গিয়ে ছোবল খেয়ে হাসপাতালে ভর্তি, পরিবারের একমাত্র ভরসার এই যুবকের জন্য কাঁদছে গোটা গ্রাম।
1/6
একই বছরে ৩ বার সাপের ছোবল! এবার যখন তিনি বিয়েবাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। জুতো পরতে গিয়েই বিষাক্ত সাপ ছোবল মারে। আক্রান্ত যুবকের নাম পঙ্কজ কুমার, বয়স ৩২।
একই বছরে ৩ বার সাপের ছোবল! এবার যখন তিনি বিয়েবাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। জুতো পরতে গিয়েই বিষাক্ত সাপ ছোবল মারে। আক্রান্ত যুবকের নাম পঙ্কজ কুমার, বয়স ৩২। (Representative Image: AI) 
advertisement
2/6
ঘটনাটি ঘটেছে বরহারা ব্লকের পাইগা গ্রামে। পঙ্কজ তাঁর এক আত্মীয়ের বিয়েতে যাচ্ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি ঘরে বসে পারফিউম মাখছিলেন, এমন সময় জুতো পরতেই জুতোর ভিতর থেকে একটি বিষাক্ত সাপ তাঁকে ছোবল মারে।
ঘটনাটি ঘটেছে বরহারা ব্লকের পাইগা গ্রামে। পঙ্কজ তাঁর এক আত্মীয়ের বিয়েতে যাচ্ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি ঘরে বসে পারফিউম মাখছিলেন, এমন সময় জুতো পরতেই জুতোর ভিতর থেকে একটি বিষাক্ত সাপ তাঁকে ছোবল মারে। (Representative Image: AI) 
advertisement
3/6
তাঁর চিৎকার শুনে পরিবারের লোক এবং পাড়া-প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে আরা সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের মতে, পঙ্কজের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে অবিলম্বে অ্যান্টি-ভেনম ইনজেকশন দেওয়া হয় এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তাঁর চিৎকার শুনে পরিবারের লোক এবং পাড়া-প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে আরা সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের মতে, পঙ্কজের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে অবিলম্বে অ্যান্টি-ভেনম ইনজেকশন দেওয়া হয় এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে। (Representative Image: AI) 
advertisement
4/6
পাড়া-প্রতিবেশী মহেন্দ্র প্রসাদ জানান, এটাই প্রথম নয়। এর আগেও এক বছরে দুইবার পঙ্কজকে সাপ কামড়েছে—প্রথমবার মাছ ধরতে গিয়ে, দ্বিতীয়বার জল ট্যাংক পরিষ্কার করার সময়। স্থানীয়দের দাবি, প্রতিবার একই ধরনের সাপ দেখা গিয়েছে, যার ফলে কুসংস্কার ছড়াতে শুরু করেছে। অনেকেই মনে করছেন, এটি কোনও অশুভ ইঙ্গিত।
পাড়া-প্রতিবেশী মহেন্দ্র প্রসাদ জানান, এটাই প্রথম নয়। এর আগেও এক বছরে দুইবার পঙ্কজকে সাপ কামড়েছে—প্রথমবার মাছ ধরতে গিয়ে, দ্বিতীয়বার জল ট্যাংক পরিষ্কার করার সময়। স্থানীয়দের দাবি, প্রতিবার একই ধরনের সাপ দেখা গিয়েছে, যার ফলে কুসংস্কার ছড়াতে শুরু করেছে। অনেকেই মনে করছেন, এটি কোনও অশুভ ইঙ্গিত। (Representative Image: AI) 
advertisement
5/6
এই ঘটনা পরিবারের জন্য আরও বেদনাদায়ক, কারণ পাঁচ বছর আগে এক সড়ক দুর্ঘটনায় পঙ্কজের দুই ভাইয়ের মৃত্যু হয়। বর্তমানে তিনিই পরিবারের একমাত্র ভরসা। এই দুর্ঘটনার ফলে গোটা গ্রাম স্তব্ধ হয়ে গিয়েছে।
এই ঘটনা পরিবারের জন্য আরও বেদনাদায়ক, কারণ পাঁচ বছর আগে এক সড়ক দুর্ঘটনায় পঙ্কজের দুই ভাইয়ের মৃত্যু হয়। বর্তমানে তিনিই পরিবারের একমাত্র ভরসা। এই দুর্ঘটনার ফলে গোটা গ্রাম স্তব্ধ হয়ে গিয়েছে। (Representative Image: AI) 
advertisement
6/6
একদিকে যেখানে বিয়ের আনন্দ, অন্যদিকে পঙ্কজের সংকটজনক অবস্থা যেন সেই আনন্দকে ম্লান করে দিয়েছে। আপাতত চিকিৎসকদের একটি দল তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে, আর গ্রামবাসীরা প্রার্থনা করছেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
একদিকে যেখানে বিয়ের আনন্দ, অন্যদিকে পঙ্কজের সংকটজনক অবস্থা যেন সেই আনন্দকে ম্লান করে দিয়েছে। আপাতত চিকিৎসকদের একটি দল তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে, আর গ্রামবাসীরা প্রার্থনা করছেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। (Representative Image: AI) 
advertisement
advertisement
advertisement