তবে এ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মত পার্থক্য রয়েছে। আমেরিকার ম্যাসাচুসেটস-এর এক বৈজ্ঞানিক জানান, কোষের রূপান্তরের মাধ্যমে এই জেলিফিশ নিজেদের বয়স পিছিয়ে দিতে পারে। সে দিক থেকে রিজেনারেটিং ফ্ল্যাটওয়ার্মও অমর। এদের শরীরের কোনও অংশ কেটে দু-টুকরো করে দিলে দুটো পৃথক ফ্ল্যাটওয়ার্ম তৈরি হয়ে যায়। শরীরের বয়স হলেও স্টাডি টার্টলদের ক্ষেত্রেও অর্গ্যানের বয়স কিন্তু বাড়ে না।