• এখনও করোনা অতিমারীর সঙ্কট কাটিয়ে উঠতে পারেনি দেশ ৷ তাই গত বছরের মতো এ বছরেও ভক্তহীন মন্দিরেই হচ্ছেন জগন্নাথের স্নানযাত্রা । পথের দিনও কোনও দর্শনার্থীর প্রবেশ নিষেধ । তবু উৎসবের দিনের যাবতীয় রীতিনীতি পালিত হচ্ছে নিষ্ঠা ভরে ৷ আর কয়েকদিন পরেই এখানকার শ্রেষ্ঠ উৎসব রথযাত্রা অনুষ্ঠিত হবে ৷ তার আগে আজই জগন্নাথ দেবের স্নানযাত্রা ৷
• প্রথমে জগন্নাথ, তারপর বলরাম, শেষে শুভদ্রাকে পুষ্পাঞ্জলী দেন মন্দিরের সেবায়েতরা। তারপর তাঁদের নিয়ে যাওয়া হয় স্নানবেদীতে। সেখানে মঙ্গল আরতী ও সূর্যপুজোর পর তিনজনকে মহাস্নানের জন্য প্রস্তুত করা হয়। মন্দিরের দক্ষিণের দরজায় রয়েছে কুয়ো। সেই কুয়ো থেকে তোলা হবে একশো আট ঘটি জল। সেই জলেই স্নান করবেন জগন্নাথ, বলরাম, শুভদ্রা।