Viral News: সাপ ডুবিয়ে তৈরি করা হয় এই বিশেষ মদ! জনপ্রিয় এই পানীয়ের নাম জানেন?
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
স্নেক ওয়াইনের নাম শুনেছেন কখনও? এটিকে চীনা ভাষায় পিনয়িন এবং ভিয়েতনামী ভাষায় খেমার বলা হয়। এটি হল একটি অ্যালকোহলযুক্ত পানীয়। এটি রাইস ওয়াইন বা গ্রেইন ওয়াইন নামেও পরিচিত । আস্ত সাপ মিশিয়ে তৈরি করা হয় এই ওয়াইন। এই পানীয়টি প্রথম ২০০ খ্রিস্টপূর্বাব্দে পশ্চিম ঝো রাজবংশের সময় সৃষ্টি করা হয়। এরপর এই পানীয় চীনে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে।
advertisement
প্রধানত, এই মদ চিকিৎসার দিক থেকে খুবই উপকারী। চীন ছাড়াও এটি উত্তর কোরিয়া, ভিয়েতনাম, ওকিনাওয়া (জাপান), লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া এবং সমগ্র দক্ষিণ-পূর্ব এশিয়ায় তৈরি করা হয়।প্রাচীন দিন থেকে অন্যান্য অনেক দেশে এটি তৈরির রেওয়াজ ছিল। এটি পোকামাকড়ের কামড় এবং বাত রোগের নিরাময় হিসাবে বাজারে বিক্রি হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement