Snake: পৃথিবীর একমাত্র সাপমুক্ত দেশ কোনটি, নেই একটিও সাপ, কারণে লুকিয়ে মেগা চমক
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Snakes: সাপ, সাপ চারদিকে সাপ, কিন্তু এই দেশ যেখানে কোনও সাপ নেই, ভাবলেই চমক
সাপ - দুটি অক্ষর পাশাপাশি বসলেই কীরকম শিরশির করে ওঠে গোটা শরীর৷ পৃথিবীতে পাওয়া সবচেয়ে বিপজ্জনক প্রাণীদের মধ্যে একদম প্রথম সারিতে রয়েছে সাপ৷ বৃষ্টিভেজা, ভেজা অঞ্চলে সাপ পাওয়া যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি৷ সাপের মুখোমুখি হওয়া কতটা মারাত্মক তা সকলেই জানেন৷ এই বিপদজনক পরিস্থিতিতে যাঁরা পরেছেন তাঁরা জানেন পরিণতি কতটা মারাত্মক হতে পারে৷ কিন্তু জানেন কি এমন একটা দেশ আছে যেখানে কোনও সাপ নেই!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এই দেশে যে নিজস্ব বৈশিষ্ট্যসম্পন্ন প্রাণী আছে তাদের রক্ষার করার দায়িত্ব নিয়েছে এ দেশের সরকার৷ যেহেতু সাপ বিভিন্ন প্রাণী ভক্ষণ করে তাই বিভিন্ন প্রাণীদের প্রজাতিকে রক্ষা করার জন্য সাপ কোনওভাবেই অ্যালাউ করে না নিউজিল্যান্ড প্রশাসন৷ নিউজিল্যান্ডের চিড়িয়াখানাগুলিতেও একটি সাপও খুঁজে পাওয়া যায় না৷
advertisement