আমরা সবাই-ই কমবেশি কপালে দুটো ভুরুর মাঝখানে টিপ বা কুমকুম পরি। অনেকে তিলকও কাটেন কপালে! সেই কোন যুগ থেকে এই নিয়ম চলে আসছে। কিন্তু নিছকই সাজ বা সংস্কার নয়, কপালে টিপ পরা বা তিলক কাটার পিছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ!
2/ 4
দুই ভুরুর মাঝখানের অংশে মানবশরীরের গুরুত্বপূর্ণ স্নায়ু থাকে। মনে করা হয়, তিলক শক্তি অপচয় রোধ করে।
3/ 4
লাল রঙের কুমকুম মানবশরীরে শক্তি বজায় রাখে এবং মনোযোগের বিভিন্ন স্তর নিয়ন্ত্রণ করে।
4/ 4
কপালে কুমকুম লাগানোর সময়ে ভুরুর মাধখানের অংশ এবং আদ্য-চক্রে চাপ পড়ে, ফলে সঠিকভাবে মুখের পেশিতে রক্ত চলাচল হয়।