জানেন কেন কুল খেতে নেই সরস্বতী পুজোর আগে ?

Last Updated:
জেনে নিন সরস্বতী পুজোর আগে কেন কুল খাওয়া হয় না
1/6
এবার সরস্বতী পুজো দু’দিন ৷ বুধবার-বৃহস্পতিবার দু’দিনেই করতে পারেন বাগদেবীর আরাধনা ৷ ঘরে ঘরে চলবে দেবীর আরাধনা ৷ উপোস করে অঞ্জলিতে ব্যস্ত থাকবে পড়ুয়ারা ৷ আর তারপরী কুল খাওয়া।
এবার সরস্বতী পুজো দু’দিন ৷ বুধবার-বৃহস্পতিবার দু’দিনেই করতে পারেন বাগদেবীর আরাধনা ৷ ঘরে ঘরে চলবে দেবীর আরাধনা ৷ উপোস করে অঞ্জলিতে ব্যস্ত থাকবে পড়ুয়ারা ৷ আর তারপরী কুল খাওয়া।
advertisement
2/6
ছোট থেকে আমরা সবাই শুনে আসছি পুজোর আগে কুল খেতে নেই। বাড়ির বড়রা ছোটদের প্রাী বলে থাকে সরস্বতী পুজোর আগে কুল খাওয়া খেতে নেই। কুল খেলে সরস্বতী ঠাকুর রাগ করবেন! আর তিনি রাগ করলে পরীক্ষায় পাশ করা বা ভাল ফল করা হয়ে উঠবে না। কিন্তু কেন এই নিয়ম? জেনে নিন
ছোট থেকে আমরা সবাই শুনে আসছি পুজোর আগে কুল খেতে নেই। বাড়ির বড়রা ছোটদের প্রাী বলে থাকে সরস্বতী পুজোর আগে কুল খাওয়া খেতে নেই। কুল খেলে সরস্বতী ঠাকুর রাগ করবেন! আর তিনি রাগ করলে পরীক্ষায় পাশ করা বা ভাল ফল করা হয়ে উঠবে না। কিন্তু কেন এই নিয়ম? জেনে নিন
advertisement
3/6
কৃষিপ্রধান রাজ্য বাংলা।  তাই যে কোনও ফসলই প্রথমে দেবতাকে উৎসর্গ করার রীতি রয়েছে।  এমনকী নতুন ধান উঠলেও তা নিয়ে উৎসব পালিত হয়। শীতেরই ফল কুল। আর সরস্বতী পুজো বা বসন্তপঞ্চমীর সময়েই কুল হয়। তাই প্রথা মেনে এই ফলটিও প্রথমে দেবতাকে উৎসর্গ করা হয়। আর এটাই প্রসাদ হিসেবে এটি ব্যবহৃত হয়।
কৃষিপ্রধান রাজ্য বাংলা। তাই যে কোনও ফসলই প্রথমে দেবতাকে উৎসর্গ করার রীতি রয়েছে। এমনকী নতুন ধান উঠলেও তা নিয়ে উৎসব পালিত হয়। শীতেরই ফল কুল। আর সরস্বতী পুজো বা বসন্তপঞ্চমীর সময়েই কুল হয়। তাই প্রথা মেনে এই ফলটিও প্রথমে দেবতাকে উৎসর্গ করা হয়। আর এটাই প্রসাদ হিসেবে এটি ব্যবহৃত হয়।
advertisement
4/6
আরও একটি কারনও রয়েছে এই লোকাচারের পিছনে। বসন্ত শুরু হওয়ার সময় থেকে পেটের রোগ, জ্বর, সর্দি-কাশির প্রকোপ বাড়ে। আর এই সময়েই কুলে পাক ধরে। তার আগে কাঁচা কুল খেলে পেট খারাপের সম্ভাবনা থাকে। এ ছাড়া কাঁচা কুলের মারাত্মক টক স্বাদ দাঁতকে একপ্রকার কষ্ট দেওয়া।
আরও একটি কারনও রয়েছে এই লোকাচারের পিছনে। বসন্ত শুরু হওয়ার সময় থেকে পেটের রোগ, জ্বর, সর্দি-কাশির প্রকোপ বাড়ে। আর এই সময়েই কুলে পাক ধরে। তার আগে কাঁচা কুল খেলে পেট খারাপের সম্ভাবনা থাকে। এ ছাড়া কাঁচা কুলের মারাত্মক টক স্বাদ দাঁতকে একপ্রকার কষ্ট দেওয়া।
advertisement
5/6
শাস্ত্রে বলা আছে যে, সরস্বতী দেবীকে তুষ্ট  করতে মহামুনি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা করেছিলেন। আর এই তপস্যা শুরুর আগে তাঁর তপস্যাস্থলের কাছে একটি কুল বীজ রেখে দিয়ে দেবী একটি শর্ত দেন। যতদিন না  এই কুলবীজ অঙ্কুরিত হয়ে বড় গাছে নতুন কুল হবে, সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পরবে ততদিন দেবীর তপস্যা করতে হবে।  তবেই সরস্বতী দেবী তুষ্ট হবেন।
শাস্ত্রে বলা আছে যে, সরস্বতী দেবীকে তুষ্ট করতে মহামুনি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা করেছিলেন। আর এই তপস্যা শুরুর আগে তাঁর তপস্যাস্থলের কাছে একটি কুল বীজ রেখে দিয়ে দেবী একটি শর্ত দেন। যতদিন না এই কুলবীজ অঙ্কুরিত হয়ে বড় গাছে নতুন কুল হবে, সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পরবে ততদিন দেবীর তপস্যা করতে হবে। তবেই সরস্বতী দেবী তুষ্ট হবেন।
advertisement
6/6
ব্যাসদেবও সেই শর্ত মেনে নিয়ে তপস্যা শুরু করলেন, আর যেদিন নতুন কুল  তাঁর মাথায় পরে, তিনি বুঝতে পারেন যে, সরস্বতী দেবী তাঁর প্রতি তুষ্ট হয়েছেন। সেই দিনটি ছিল পঞ্চমী।
ব্যাসদেবও সেই শর্ত মেনে নিয়ে তপস্যা শুরু করলেন, আর যেদিন নতুন কুল তাঁর মাথায় পরে, তিনি বুঝতে পারেন যে, সরস্বতী দেবী তাঁর প্রতি তুষ্ট হয়েছেন। সেই দিনটি ছিল পঞ্চমী।
advertisement
advertisement
advertisement