‘হায়দরাবাদি ছাড়া সমস্ত বিরিয়ানিই আসলে পোলাও’, রীতিমতো সাইনবোর্ড দিয়ে দাবি রেস্তোরাঁর ! শুরু বিরিয়ানি নিয়ে নেটযুদ্ধ
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
এখানেই শেষ নয়, কলকাতার বিরিয়ানি প্রেমী- আলু বিরিয়ানি প্রেমীদের বিশেষ বার্তা রয়েছে ‘Ancient Hyderabad’ রেস্তোরাঁর তরফে ৷
লাল শালু ঢাকা বিশাল হাঁড়ির পেটে মশলা, কেশর-ক্যাওড়ার গন্ধ মেখে শুয়ে থাকা লাল-হলুদ বাসমতি চালের ভাত ও সে ভাতের বিছানায় লুকিয়ে থাকা নরম তুলতুলে মাংস ৷ খাদ্যরসিক হোক বা না হোক, এর হাতছানি এড়ানো কঠিন ৷ সেই ধোঁওয়া ওঠা সুস্বাদু ভাত ও মাংসের যুগলবন্দির নাম নিয়েই নেট দুনিয়ায় শুরু নয়া যুদ্ধ৷ আর সে যুদ্ধের শুরু পুনের এক রেস্তোরাঁর বিরিয়ানি পলিসি বা বিরিয়ানি নিয়ে নীতি থেকে৷
advertisement
আলু ছাড়া বিরিয়ানি আসলে বিরিয়ানি নয়৷ আবার আরেকপক্ষের দাবি, বিরিয়ানিতে আলু মানে তা অপমান ৷ আদি অনন্তকাল ধরে চলে আসা এই বিরিয়ানি তর্কযুদ্ধে নতুন মাত্রা যোগ করল পুনের এক রেস্তোরাঁ ৷ রীতিমতো সাইনবোর্ড লাগিয়ে তাদের দাবি, হায়দরাবাদি বিরিয়ানি ছাড়া আর সমস্ত বিরিয়ানি আসলে পোলাও ৷ অর্থাৎ হায়দরাবাদি ছাড়া আর কোনও কিছুই বিরিয়ানি তকমা পাওয়ার যোগ্য নয় ৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement