Poila Boisakh 2021: আগামিকাল নববর্ষ, জেনে নিন বৈশাখ মাসের শুভদিন কোন গুলি

Last Updated:
জেনে নিন এই বৈশাখ মাসে কোন কোন দিন শুভ । কী কী শুভ কাজ হতে পারে সেই সব দিনে ।
1/8
• এমনিতে পয়লা বৈশাখের সঙ্গে বাঙালির নাকি আদৌ কোনও সম্পর্ক নেই! ওই পড়ে পাওয়া চোদ্দ আনা বলা যেতে পারে। সেই ইতিহাস আজ সকলের জানা । এর সৌজন্য-সহায়তায় রয়েছেন মুঘল সম্রাট মহামতী আকবর। এই সময় ফসল ওঠে কৃখকদের ঘরে ঘরে । তাই খাজনা আদায়ের জন্যই নাকি নতুন এই অর্থবর্ষের সূচনা করেছিলেন তিনি ।
• এমনিতে পয়লা বৈশাখের সঙ্গে বাঙালির নাকি আদৌ কোনও সম্পর্ক নেই! ওই পড়ে পাওয়া চোদ্দ আনা বলা যেতে পারে। সেই ইতিহাস আজ সকলের জানা । এর সৌজন্য-সহায়তায় রয়েছেন মুঘল সম্রাট মহামতী আকবর। এই সময় ফসল ওঠে কৃখকদের ঘরে ঘরে । তাই খাজনা আদায়ের জন্যই নাকি নতুন এই অর্থবর্ষের সূচনা করেছিলেন তিনি ।
advertisement
2/8
• কালের নিয়মে ধীরে ধীরে সেই নতুন বছরের হিসাবই বাঙালির নিজস্ব হয়ে উঠল । আর বৈশাখ মাস হল সেই নতুন বছরের প্রথম মাস ।
• কালের নিয়মে ধীরে ধীরে সেই নতুন বছরের হিসাবই বাঙালির নিজস্ব হয়ে উঠল । আর বৈশাখ মাস হল সেই নতুন বছরের প্রথম মাস ।
advertisement
3/8
• আগামিকাল, বাংলার ১ বৈশাখ, ১৪২৮, ইংরাজির ১৫ এপ্রিল, বৃহস্পতিবার নতুন বছরের সূচনা, অর্থাৎ নববর্ষ । বাঙালি হিন্দু বাড়িতে যাবতীয় শুভ কাজ হয় বাংলা ক্যালেন্ডার অনুযায়ী । পাঁজি বা পঞ্জিকাতেও লেখা থাকে বাংলা তারিখ । তাই জেনে নিন এই বৈশাখ মাসে কোন কোন দিন শুভ । কী কী শুভ কাজ হতে পারে সেই সব দিনে ।
• আগামিকাল, বাংলার ১ বৈশাখ, ১৪২৮, ইংরাজির ১৫ এপ্রিল, বৃহস্পতিবার নতুন বছরের সূচনা, অর্থাৎ নববর্ষ । বাঙালি হিন্দু বাড়িতে যাবতীয় শুভ কাজ হয় বাংলা ক্যালেন্ডার অনুযায়ী । পাঁজি বা পঞ্জিকাতেও লেখা থাকে বাংলা তারিখ । তাই জেনে নিন এই বৈশাখ মাসে কোন কোন দিন শুভ । কী কী শুভ কাজ হতে পারে সেই সব দিনে ।
advertisement
4/8
• আগামী বৈশাখ মাসের বিশেষ দিন: পূর্ণিমা – ১২ বৈশাখ, (২৬ এপ্রিল)। অমাবস্যা –২২ বৈশাখ, (১১ মে)।
• আগামী বৈশাখ মাসের বিশেষ দিন: পূর্ণিমা – ১২ বৈশাখ, (২৬ এপ্রিল)। অমাবস্যা –২২ বৈশাখ, (১১ মে)।
advertisement
5/8
• বিবাহ – ১০, ১২, ১৩, ১৬, ২৪ বৈশাখ। অন্নপ্রাশন – ১, ১১, ২৯ বৈশাখ। গাত্র হরিদ্রা – ৯, ১১, ১৫, ১৮, ১৯, ২৫, ২৯ বৈশাখ।
• বিবাহ – ১০, ১২, ১৩, ১৬, ২৪ বৈশাখ। অন্নপ্রাশন – ১, ১১, ২৯ বৈশাখ। গাত্র হরিদ্রা – ৯, ১১, ১৫, ১৮, ১৯, ২৫, ২৯ বৈশাখ।
advertisement
6/8
• গৃহপ্রবেশ – ২৯ বৈশাখ। গৃহরাম্ভ – ২৯ বৈশাখ। দেবতা প্রতিষ্ঠা – ২৯ বৈশাখ।
• গৃহপ্রবেশ – ২৯ বৈশাখ। গৃহরাম্ভ – ২৯ বৈশাখ। দেবতা প্রতিষ্ঠা – ২৯ বৈশাখ।
advertisement
7/8
• দ্বিরাগমন – ২৯ বৈশাখ। একাদশী – ৯ বৈশাখ (২৩ এপ্রিল), ২৩ বৈশাখ (৭ মে)।
• দ্বিরাগমন – ২৯ বৈশাখ। একাদশী – ৯ বৈশাখ (২৩ এপ্রিল), ২৩ বৈশাখ (৭ মে)।
advertisement
8/8
• আগামী ১লা বৈশাখ শ্রী শ্রী গণেশ পূজা, নববর্ষারম্ভে হালখাতা মহরতাদি ও ধ্বজারোপণম।
• আগামী ১লা বৈশাখ শ্রী শ্রী গণেশ পূজা, নববর্ষারম্ভে হালখাতা মহরতাদি ও ধ্বজারোপণম।
advertisement
advertisement
advertisement