মিথ্যেবাদী না সৎ...? রক্তের 'গ্রুপ' দেখে চিনে নিন ব্যক্তির চরিত্র, গোপন রহস্য খুলে দেবে 'ব্লাড গ্ৰুপ'
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Personality Test: আজ এই প্রতিবেদনে চলুন জেনে নেওয়া যাক কোন ব্লাড গ্ৰুপের মানুষ কেমন হন। A, B AB O, এই চারটি সাধারণ রক্তের গ্ৰুপের মধ্যেই কোনটি কী চরিত্রের কথা বলে? জানা যাক প্রত্যেক ব্লাড গ্ৰুপের ব্যক্তির গোপন রহস্য।
advertisement
advertisement
advertisement
advertisement
A রক্তের গ্রুপ (ব্যক্তিত্ব পরীক্ষা):এই রক্তের গ্রুপের ব্যক্তিরা খুবই সৃজনশীল, বুদ্ধিমান এবং সহযোগিতামূলক প্রকৃতির হন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, এঁরা খুব সাবধানতার সঙ্গে জীবনে এগিয়ে যান। এঁরা মাল্টিটাস্কিং করতে সমর্থ হন এবং একই সঙ্গে বেশ কয়েকটি কাজ করতে পারেন। এঁরা সুসংগঠিতভাবে জীবনযাপন করতে পছন্দ করে থাকেন। এঁরা শৃঙ্খলা পছন্দ করে এবং সামাজিক নিয়ম মেনে এগিয়ে যান। এঁদের চিন্তাভাবনা এবং অনুভূতি নিজেদের মধ্যেই রাখেন। এঁরা কেবল তাদের সঙ্গেই কথা বলেন যাঁদের বিশ্বাস করে।Representative Image
advertisement
B রক্তের গ্রুপযাদের রক্তের গ্রুপ B, তারা খুবই সৃজনশীল, সক্রিয়, আবেগপ্রবণ এবং শক্তিশালী হন। এঁরা স্বাধীন চিন্তাবিদ এবং এঁরা সবসময় চিরাচরিত পথ অনুসরণ করতে পছন্দ করে। এঁদের স্মৃতিশক্তি খুবই প্রখর। কখনও কখনও এঁরা একটু দায়িত্বজ্ঞানহীন এবং অসাবধান হয়ে ওঠেন। এঁরা কারও আদেশ পছন্দ করেন না। AI Generated Representative Image
advertisement
O রক্তের গ্রুপএই রক্তের গ্রুপের ব্যক্তিরা সাহসী এবং সামাজিকভাবে খুবই সক্রিয় হন। এঁরা আত্মবিশ্বাস এবং দৃঢ় সংকল্পে পরিপূর্ণ ব্যক্তিত্বের অধিকারী। এঁদের লক্ষ্য অনেক বড়, এবং এঁরা সেগুলি অর্জনের জন্য খুব কঠোর পরিশ্রম করে থাকেন। এঁদের নেতৃত্বের ক্ষমতা খুবই ভাল। অনেক সময়, মানুষ এঁদের অসাবধান মনোভাবকে অহংকার হিসেবে দেখেন। AI Generated Representative Image
advertisement
